Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোবিন্দগঞ্জের চিনিকল এলাকা মহিমাগঞ্জে অর্ধদিবস হরতাল পালিত

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার একমাত্র ভারি শিল্প কারখানা গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের সাবেগঞ্জ ইক্ষু খামারের জমি অবৈধভাবে দখল করে স্থাপিত সন্ত্রাসী আস্তানা উচ্ছেদে প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদে চিনিকলের আখচাষী, শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও স্থানীয় আওয়ামীলীগ ঘোষিত লাগাতার কর্মসূচীর দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার মহিমাগঞ্জে স্বতঃস্ফূর্ত ভাবে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে চিনিকল এলাকার সকল দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দেন ছাত্র-শিক্ষক, ব্যবসায়ীসহ সকল শ্রেণি পেশার মানুষ। এ সময় সকাল ৭টায় বোনারপাড়া থেকে সান্তাহারগামী ৪৯২ নং ডাউন কলেজ ট্রেনটি মহিমাগঞ্জ স্টেশনে পৌঁছুলে হরতালকারীরা লাইনের উপর শুয়ে পড়ে ট্রেনটি অবরোধ করে রাখে। বোনারপাড়া রেলওয়ে থানার ওসির নেতৃত্বে একদল রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসে অবরোধ তুলতে ব্যর্থ হয়। এরপর গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার অতিরিক্ত পুলিশ নিয়ে এসেও বিক্ষুব্ধ জনগণের রোষানলে পড়েন। পরে বেলা ১০টায় গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহম্মদ আলী প্রশাসনের পক্ষ থেকে খুব দ্রুততম সময়ের মধ্যে সৃষ্ট সমস্যার সমাধানে যৌথ বাহিনীর সমন্বয়ে অভিযান চালানোর ঘোষণা দিলে ৩ ঘণ্টা পর রেলপথের অবরোধ তুলে নেন হরতালকারীরা। বেলা ১২টায় হরতাল শেষে চিনিকলের প্রধান ফটক প্রাঙ্গণে রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা আ. মতিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম প্রধান, আওয়ামীলীগ নেতা আ.ওয়াহেদ বিএসসি, জামিল আহমেদ,খন্দকার হামিদুল ইসলাম, আতিকুর রহমান আতিক, আখচাষী সমিতির সভাপতি জিন্নাত আলী প্রধান, প্রভাষক আবু তাহের, এমএ জাহিদ, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ- সভাপতি আব্দুস ছালাম, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু প্রমুখ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, চলতি আখ রোপণ মৌসুম শুরু হলেও সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখে এখন পর্যন্ত চিনিকলের নিজস্ব খামারে রোপণ কার্যক্রম শুরু করা যায়নি। এছাড়া খামারে স্থাপিত পুলিশ ক্যাম্পের পুলিশ দলের সামনেই বারবার সশস্ত্র সন্ত্রাসী হামলা করে ব্যাপক ক্ষতি সাধন করলেও তাদের বরাবরের মতই নিশ্চুপ থাকা রহস্যজনক। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বারবার আশ্বাস দিয়েও প্রশাসন সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি উদ্ধারে কোনরূপ পদক্ষেপ গ্রহণ না করায় উদ্বুদ্ধ এ পরিস্থিতিতে গত ২৫ সেপ্টেম্বর থেকে লাগাতার কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সভায় সরকারী সম্পদ রক্ষা এবং সন্ত্রাসীদের প্রতিহত করতে এসব কর্মসূচী পালনে সকল স্তরের মানুষের সহায়তা চাওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ