Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রহ্মপুত্রে অবৈধ বালু উত্তোলন

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২১, ১২:০১ এএম

উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ হতে অবৈধভাবে চলছে বালু উত্তোলনের উৎসব। সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী, প্রভাকরদী, বালিয়াপাড়া, মনোহরদী, উৎরাপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ হতে প্রভাবশালী মহলের সহযোগিতায় স্থানীয় রফিকুল, আউয়াল, আমির, ইলিয়াস, মাদক ব্যবসায়ী সোহেল, মুন্না বাবুসহ একটি সংঘবদ্ধচক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে এই নদী থেকে বালু উত্তোলন করে আসছে।

ফলে ভাঙনের মুখে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী গ্রামগুলো। বালু সন্ত্রাসীরা প্রভাবশালী হওয়ায় ওই এলাকার বাসিন্দারা মুখ খুলতে সাহস পাচ্ছে না। গত ১৫ দিন আগে ওই এলাকার ভুক্তভোগি এক লোক উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়া হয়নি। তবে কিছু দিন আগে গ্রামবাসী একত্রিত হয়ে ৬টি অবৈধ ড্রেজার পুড়িয়ে দেয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন জানান, আমরা বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ