Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে খুন গ্রেফতার প্রেমিক

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে : | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২১, ১২:০১ এএম

কুষ্টিয়ায় নিখোঁজের ১৪ ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার হওয়া স্কুলছাত্রীর (১৪) ময়নাতদন্তকারী চিকিৎসকেরা জানিয়েছেন, নৃশংসভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এমনকি তার শরীরও পোড়ানো হয়েছে। গলায় রশি প্যাঁচানো ছিল।

গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে লাশটির ময়নাতদন্ত করেন মেডিক্যাল অফিসার রুমন রহমান ও সুতপা রায়। তারা বলছেন, কিশোরীকে ধর্ষণও করা হয়ে থাকতে পারে। মর্গের সামনে ওই ছাত্রীর মামা বলেন, তাকে হয়তো প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়েছে। এরপর তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তার সঙ্গে কারও কোনো সম্পর্ক ছিল না। তারা এ হত্যার সুষ্ঠু তদন্ত করে দ্রæত দোষীদের গ্রেফতারের দাবি জানান।

জানা যায়, গত বুধবার বিকাল ৩টায় কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর পৌরসভার ভাঙাবটতলা এলাকায় একটি ভুট্টা ক্ষেত থেকে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি মিরপুর পৌর এলাকায়। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্রী ছিল। বুধবার মামলা করার ৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ওই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুর ২টায় ব্রিফিং করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম।

পুলিশ সুপার এই হত্যাকাÐকে লোমহর্ষক উল্লেখ করে বলেন, আসামিকে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার করা হয়েছে। ছেলে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে আর মেয়ে নবম শ্রেণিতে পড়তেন। তাদের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি বিয়ে করার জন্য চাপ দিলে ছেলের বাড়ি থেকে রাজি হয়নি। এই চাপের মধ্যেই মঙ্গলবার গভীর রাতে ওই তরুণী বাড়ি ছেড়ে প্রেমিকের কাছে চলে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কলেজছাত্র প্রেমিক আপন হত্যার কথা স্বীকার করেছে। পুলিশ বলেছে, এখন পর্যন্ত ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে তদন্ত করা হচ্ছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ