Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাংকগুলোতে উপচে পড়া ভিড়

সপ্তাহের শেষদিন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২১, ১২:০১ এএম

লকডাউন শিথিল হয়েছে। এছাড়া গতকাল ছিল সপ্তাহের শেষ দিন। কয়েকদিন পর আবার কোরবানির ঈদ। সব মিলিয়ে গতকাল বৃহস্পতিবার খুলনার ব্যাংকগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় ছিল। ব্যাংক কর্মকর্তারা হিমশিম খাচ্ছেন গ্রাহক সামাল দিতে। তবে, স্বাস্থ্যবিধি বজায় রেখে তারা সেবা দিচ্ছেন বলে জানান।
গতকাল সাড়ে ১১টায় খুলনার ব্যাংকপাড়া বলে পরিচিত নগর কালিবাড়ি রোডে গিয়ে দেখা গেছে, ১৩টি ব্যাংকের প্রতিটি শাখায় ভিড়। গ্রাহকরা দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। স্বাস্থ্যবিধি মেনে কিছুক্ষণ পরপর ৩ থেকে ৪ জনকে ব্যাংকে প্রবেশ করতে দেয়া হয়েছে। এ কারণে গ্রাহকদের টাকা জমা দিতে বা তুলতে বেশি সময় লাগছে।
আল আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো. নাসির জানান, সকাল থেকে গ্রাহক সংখ্যা অন্যান্য দিনের তুলনায় একটু বেশি ছিল। এছাড়া গতকাল ছিল সপ্তাহের শেষ ব্যাংকিং কার্যক্রম। আবার সামনে কোরবানির ঈদ। তাই ভিড় বেড়েছে। স্বাস্থ্যবিধি মেনে গ্রাহকদের সেবা দিচ্ছেন বলেও জানান তিনি। জনতা ব্যাংক খুলনা কর্পোরেট শাখার কর্মকর্তা খালিদ আজম জানান, গ্রাহকদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। তবুও আমরা সর্বোচ্চ সেবা দিচ্ছি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ