Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কার চালক নিহত, আহত দুই

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কার চালক নিহত হয়েছেন। এসময় গাড়ীতে থাকা দুজন আরোহী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা চারাবটতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া মিলবাজার এলাকার আব্দুল হামিদের ছেলে প্রাইভেট কার চালক সাইদুর রহমান (৪০)। আহতরা দুজন হলেন, একই এলাকার আলমগীর হোসেন ও ইমরান।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, সকালে পাটকেলঘাটার চারাবটতলা নামক স্থানে খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি প্রাইভেট কার (যার নং ঢাকা মেট্রো-১২-৬৬৮৪) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কার চালক সাইদুর মারা যান। এসময় আহত হন আলমগীর ও ইমরান।

আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ