Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আজিম সিকদার (৩০) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এসময় এক ইউপি সদস্যসহ ভ্যান চালক আহত হয়েছে আরও দুই জন।

মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বাগেরহাট থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস খুলনা-বাগেরহাট মহাসড়কের আদালত প্রাঙ্গণের সামনের সড়কে একটি ভ্যানকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আজিম শিকদার বাগেরহাটের কচুয়া উপজেলার বারুইখালী গ্রামের ইমাম আলী শিকদারের ছেলে। আহতরা হলেন, বাগেরহাট ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য সাইদুর রহমান, কচুয়ার বারুইখালী গ্রামের ভ্যান চালক সোহরাব সেখ ও নিহতের ভাই আলমগীর শিকদার।

নিহতের ভাই আহত আলমগীর শিকদার জানান, আমার ভাই অসুস্থ। তাকে নিয়ে ভ্যানে করে খুলনায় চিকিৎসার জন্য যাওয়ার পথে যাত্রীবাহী বাস আমাদের ভ্যানটিকে চাপা দেয়। এসময় আমার অসুস্থ ভাই আজিম শিকদার মারা যায়।

প্রত্যক্ষদর্শী ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু জানান, যাত্রীবাহী বাসটি প্রথমে একটি ইজি বাইকে ধাক্কা দেয়। পরে যাত্রীবাহী একটি ভ্যানকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক আজিম শিকদার নামে একজনকে মৃত ঘোষণা করে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ