Inqilab Logo

শুক্রবার, ৩১ মে ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাজশাহীতে গোয়েন্দা পুলিশের অভিযানে দোকান থেকে টিসিবির পণ্য উদ্ধার, আটক ২

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ১১:০৮ এএম

রাজশাহী নগরীর সাহেববাজারে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাতে দোকান থেকে টিসিবির পণ্য উদ্ধার করেছে। নগরীর সাহেববাজার মাস্টারপাড়া কাঁচাবাজারে অভিযান চালিয়ে টিপিবর পন্যসহ দুই দোকানীকে আটক করা হয়। আটককৃতরা হলো, সাগর ট্রেডার্সের মালিক হেতেমখাঁ এলাকার মৃত্যু সয়জুদ্দিন মিস্ত্রির ছেলে সাগর ও সুমন ট্রেডার্সের মালিক পাঁচানিমাঠ শেখেরচক এলাকার আব্দুর রশিদের ছেলে সুমনকে আটক করা হয়।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল আল মাসুদ জানান, বুধবার রাতে পুলিশের গোয়েন্দা সংস্থা গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী নগরীর সাহেববাজার মাস্টারপাড়া কাঁচাবাজারে অভিযান চালিয়ে বায়তুল আমান জামে মসজিদের নিচে দুটি মুদি দোকান সাগর ও সুমন ট্রেডার্সে অভিযান চালিয়ে টিসিবির তেল, চিনি ও খোলা বোতলের তেল উদ্ধার করা হয়েছে। দুই দোকানের মালিককে আটক করা হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে। অভিযান শেষ হলে কী পরিমাণ পন্য উদ্ধার করা হয়েছে সেটি নির্ধারণ করা হবে।
রাজশাহী ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির আঞ্চলিক কর্মকর্তা রবিউল মুর্শেদ বলেন, আমি বিষয়টি শুনেছি। এর আগেও রাজশাহীতে এমন ঘটনা ঘটেছে। তখন ডিলারদের নাম পরিচয় পাওয়া যায়নি। এসবের সাথে ডিলাররা জড়িত। আমার চাই এইবার গোয়েন্দা পুলিশ বিষয়টি বের করে আনবে। কোন ডিলারের নাম পরিচয় পেলেই আমার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ