Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় আরও এক নারী আইনজীবীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ১২:০০ এএম

করোনা কেড়ে নিলো সুপ্রিম কোর্ট বারের আরও এক নারী আইনজীবীর প্রাণ। গতকাল বুধবার সকালে ছড়িয়ে পড়ে এডভোকেট রেহনুমা আহমেদ ভাষা নাম্নী আইনজীবীর মৃত্যুর সংবাদ। এতে সুপ্রিম কোর্ট বারে শোকের ছায়া নেমে আসে। কানিজ রেহনুমার সহকর্মী এডভোকেট সুবীর নন্দী দাস ভাষার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার ভোরে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাষা ইন্তেকাল করেন। এডভোকেট ভাষা সংরক্ষিত আসনের সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলার বর্তমান পিপি অ্যাডভোকেট শাহানা রাব্বানীর কন্যা। কানিজ রেহনুমার স্বামী মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।

কানিজ রেহনুমা ভাষার ইন্তেকালে শোকে স্তব্ধ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘কীভাবে কী লিখব,কী বলব কিছুই বুঝছি না। এইতো কয়দিন আগে আমাকে কি সুন্দর একটা ম্যাসেজ করল, ওর কে একজন আমাদের সঙ্গে দেখা করবে, আর আমাদের যদি কিছু লাগে, সময় চাইছিল, আমি উত্তর দিতে পারি নাই তোমাকে বোন। ভেবেছিলাম একটু কয়েকটা দিন গেলে উত্তর দেব। আজকে কি শুনলাম জানি না। তুমি নাই...! আমি বিশ্বাস করতে পারছি না।

প্রসঙ্গত গত এক বছরে করোনা আক্রান্ত সুপ্রিম কোর্ট বারের অন্তত অর্ধশত আইনজীবী ইন্তেকাল করেন। এর মধ্যে চলতিবছর ১৯ মার্চ পরলোক গমণ করেন এডভোকেট মালা রৌথ, ১৬ এপ্রিল ইন্তেকাল করেন এডভোকেট রেজীনা চৌধুরি জেনি। আরও কয়েকজন নারী আইনজীবী বর্তমানে করোনার চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ