পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
একদিনের জন্য হাইকোর্ট বিভাগের ৩৮টি ভার্চুয়াল বেঞ্চ খুলে দিয়েছেন সুপ্রিম কোর্ট। আজ (বৃহস্পতিবার) এসব বেঞ্চে বিচার কার্যক্রম পরিচালিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশনায় গতকাল বুধবার এ বিষয়ে আদেশ জারি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। আজ সপ্তাহের শেষ দিন। আগামিকাল শুক্রবার ও শনিবার ছুটির কারণে বিচারকাজ বন্ধ থাকবে। আগামী ১৮ জুলাই ( রোববার) থেকে সুপ্রিম কোর্ট অবকাশে যাচ্ছে। অবকাশকালে বিচারকার্যক্রম পরিচালনার জন্য আগেই চারটি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। এর মধ্যে বিচারপতি এম.ইনায়েতুর রহিমকে অতি জরুরি সব ধরণের রিট মোশন ও দেওয়ানি মোশন বেঞ্চের দায়িত্ব, বিচারপতি জে বি এম হাসানকে অতি জরুরি সব ধরণের ফৌজদারি মোশনের দায়িত্ব, বিচারপতি মো. আশরাফুল কামালকেও ফৌজদারি মোশনের দায়িত্ব এবং বিচারপতি কে এম কামরুল কাদেরকে কোম্পানি বেঞ্চের দায়িত্ব দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।