Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লন্ডনে আল্লামা দুবাগী ছাহেব (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ১২:০১ এএম

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, মুনাযীরে আযম, বাহরুল উলুম, উস্তাদুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, শায়খুল হাদীস, মুফতীয়ে আযম, পীরে কামিল, হযরত আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ (রহ.)-এর প্রথম বার্ষিক ঈসালে সাওয়াব লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুলাই) সকাল ১০টায় মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়, খতমে কুরআন, খতমে খাজেগান, খতমে দালাইলুল খাইরাত ও যিকর মাহফিলের পাশাপাশি স্মৃতিচারণমূলক আলোচনায় অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়।

লন্ডন ব্রিকলেন জামে মসজিদে আল্লামা দুবাগী (রহ.) ঈসালে সাওয়াব মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন তাঁর সুযোগ্য উত্তরসূরী বড় ছাহেবজাদা আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী। মাওলানা ওলিউর রহমান চৌধুরী দুবাগী ও মাওলানা আমিনুল ইসলাম জলঢুপির যৌথ পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দুবাগী ছাহেবের ছোট ছাহেবজাদা ক্বারী মাহবুবুর রহমান চৌধুরী। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে নানা দেশের প্রখ্যাত আলিম উলামা, মুরীদীন, মুহিব্বীন ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। আল্লামা দুবাগী ছাহেব (রহ.)-এর আলোকিত জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, তাঁর জামাতা মুফতি সৈয়দ মাহমুদ আলী, মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল লন্ডনের ডাইরেক্টর আল্লামা সাদিক কোরেশী আল-আজহারী, লন্ডন মাজহারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এমদাদুর রহমান আল-মাদানী, মুহিউল ইসলাম মসজিদের খতীব আল্লামা শের আহমদ বারকাটি, ওয়াইছ করনি মসজিদের খতীব আল্লামা সৈয়দ তারিক মাসুদ, ফাইযানে ইসলাম জামে মসজিদের খতিব আল্লামা সানাউল্লাহ ছেটি, আল-হীরা মসজিদের খতিব আল্লামা ক্বারী তারিক মাহমুদ, ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের ডিরেক্টর অফ স্ট্রাটেজি এন্ড পলিসি ব্যারিস্টার ফয়সাল খান, যুক্তরাজ্য আঞ্জুমানে আল-ইসলাহর সভাপতি আল্লামা আব্দুল জলিল, লন্ডন দারুল হাদিস লতিফিয়ার সাবেক প্রিন্সিপাল মুফতি ইলিয়াস হোসেন, ওল্ডহাম মদিনা মসজিদের সাবেক খতিব মাওলানা রফিকুল হক, আছিরখাল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আব্দুস সবুর, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইকরা টিভি লন্ডনের আলোচক ও ‘জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট’ এর প্রতিষ্ঠাতা মুফতি আব্দুল মুন্তাকিম, লতিফিয়া উলামা সোসাইটির সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, ব্রিকলেন জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা নজরুল ইসলাম, নূরে মদীনা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শফিকুর রহমান বিপ্লবী, লেস্টার দারুস সালাম মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আব্দুল জলিল, বার্মিংহাম ডারলিস্টন সুন্নি জামে মসজিদের ইমাম ও খতিব অ্যাডভোকেট মাওলানা সালেহ আহমদ মনসুরী, ওল্ডহাম শাহ পরান মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফখরুল ইসলাম, জামিয়াতুল উম্মাহ লন্ডনের সিনিয়র উস্তাদ মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী, মাওলানা রফিক আহমদ কানাইঘাটি, ক্বারী মাওলানা ইউনুস আহমদ, লন্ডন আল-ইসলাহ ডিভিশনের সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ