Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারখানায় গিয়ে খাম নিয়ে আসেন পরিদর্শকরা

হাইকোর্টের মন্তব্য ব্যাংক ঋণ কীভাবে মওকুফ মিলবে সেই চেষ্টায় থাকেন ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ১২:০১ এএম

সজীব গ্রুপের প্রতিষ্ঠান হাশেম ফুড অ্যান্ড বেভারেজ (সেজান জুস) ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ব্যবসায়ী সংগঠনগুলোর ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার এক আবেদনের শুনানিকালে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের বেঞ্চ এ অসন্তোষ ব্যক্ত করেন।

আদালত বলেন, এতোজন শ্রমিক মারা গেলেন, এফবিসিসিআইসহ ব্যবসায়ী সংগঠনগুলো কোনো শোক জানাল না। শোক জানিয়ে ব্যবসায়ী সংগঠনগুলোর কোনো বিবৃতি চোখে পড়ল না। তাদের ন্যূনতম দায়বদ্ধতা নেই। তারা আছেন শুধু সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় আর ব্যাংকের ঋণ লোন কীভাবে মওকুফ পাওয়া যায় সে চেষ্টায়।

ব্যারিস্টার সারা হোসেন শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়টি নজরে আনলে আদালত এ মন্তব্য করেন। আদালত বলেন, এফবিসিসিআই শ্রমিকদের মৃত্যুর বিষয়ে শোক জানাল না। তাদের কোনো প্রতিনিধি দল সেখানে গেল না। আদালতের মনে হয় এফবিসিসিআইসহ ব্যবসায়ী সংগঠনগুলোর রোল প্লে করার প্রয়োজন এসব ক্ষেত্রে। ঠিকমত ফ্যাক্টরিগুলো রান করছে কি না। কোথায় কী দুর্বলতা এগুলো তাদের দেখা উচিত। গার্মেন্টের ব্যাপারে বিদেশীরা চাপ দিয়েছে বলে সেখানে এখন অনেক পরিবর্তন হয়েছে। কারণ আমাদের দেশে যতক্ষণ চাপ না দিচ্ছেন ততক্ষণ কাজ হয় না। এটা বোঝা উচিত।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম বলেন, ব্যক্তিগতভাবে আমি পত্রপত্রিকা ফলো করার চেষ্টা করি। তাদের কোনো পজিটিভ ভূমিকা দেখি না। আমার মনে হয় যে আমাদের এই জায়গাগুলোতে কাজ করার সুযোগ আছে। ব্যবসায়ী সংগঠনগুলোর কোনো দায়বদ্ধতা নেই। তারা শুধু সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করে আর ব্যাংকের ঋণ লোন মওকুফ কীভাবে পাওয়া যাবে সেই চেষ্টায় থাকে। আর কারখানা পরিদর্শকরা পরিদর্শনে গিয়ে খাম নিয়ে আসেন।

আইনজীবীদের উদ্দেশ্যে আদালত বলেন, শ্রমিকদের স্বার্থ দেখার জন্য ব্যবসায়ী সংগঠনগুলোর যে দায়বদ্ধতা আমার মনে হয় এসব জায়গায় আপনাদের কাজ করার সুযোগ আছে। এসময় ব্যারিস্টার অনিক আর হক শুনানিতে অংশ নেন।
এর আগে গত ১০ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ও আহতদের ৩৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ( বেলা) ও ‘সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি’ রিটটি করে।

এর আগে গত ১১ জুলাই রিটের শুনানিকালে আদালত বলেছিলেন, আগুনে পুড়ে ৫২ জন নিহতের ঘটনায় সারাদেশের মানুষের মতো আমরাও উদ্বিগ্ন। এ ঘটনায় ইতোমধ্যেই মামলা হয়েছে ও আসামিরা গ্রেফতার হয়েছে। সরকারের পক্ষ থেকে কিছু টাকা অনুদানও দেয়া হয়েছে। তাই আপাতত কোনো ক্ষতিপূরণ দেয়ার আদেশ দিচ্ছি না। আগে লাশগুলো শনাক্ত হোক। এরপর আপনারা (রিটকারী সংগঠন) ক্ষতিপূরণের আবেদন নিয়ে আসুন। আদালতের দরজা সবসময় খোলা আছে।



 

Show all comments
  • Md saiful Islam ১৫ জুলাই, ২০২১, ১:০১ এএম says : 0
    Salut janay Adalat Er sotto kotha bolar janno. Visitor ra Kham pele konta ma, konta Bon, Era Vule jay.
    Total Reply(0) Reply
  • Md saiful Islam ১৫ জুলাই, ২০২১, ১:০১ এএম says : 0
    Salut janay Adalat Er sotto kotha bolar janno. Visitor ra Kham pele konta ma, konta Bon, Era Vule jay.
    Total Reply(0) Reply
  • সোয়েব আহমেদ ১৫ জুলাই, ২০২১, ৩:০৪ এএম says : 0
    মৃত শ্রমিকদের ন্যায্য অধিকার ও পাওনা বুঝে দেয়া হোক।
    Total Reply(0) Reply
  • সম্রাট রায় ১৫ জুলাই, ২০২১, ৩:০৪ এএম says : 0
    যারা এবার খাম নেবে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে।
    Total Reply(0) Reply
  • রায়হান ইসলাম ১৫ জুলাই, ২০২১, ৯:৩০ এএম says : 0
    ব্যবসায়ী সংগঠনগুলোর কোনো দায়বদ্ধতা নেই। তারা শুধু সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করে আর ব্যাংকের ঋণ লোন মওকুফ কীভাবে পাওয়া যাবে সেই চেষ্টায় থাকে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ