Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসএসসি-এইচএসসি পরীক্ষার বিষয়ে কাল সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ৫:৩০ পিএম

এ বছরের এসএসসি ও সমমান এবং এইচএসএসি ও সমমান পরীক্ষার বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ বছর সংক্ষিপ্ত আকারে পরীক্ষা নাকি অটোপাস দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে মন্ত্রীর সংবাদ সম্মেলনে। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার এই সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী।

এর আগে গত ৩০ জুন সংসদে বাজেট পাসের প্রক্রিয়ার সময় বিরোধী দলের সংসদ সদস্যদের বিভিন্ন ছাঁটাই প্রস্তাবের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এ বিষয়ে কথা বলেন। সেদিন শিগগিরই এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংসদে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এ বছরের সিদ্ধান্ত আমরা খুব শিগগিরই জানাব। কী পদ্ধতি আমরা করব, সবকিছুই আমরা জানাব।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে মন্ত্রী বলেছিলেন, বিশ্বের বহু দেশ এমন কি উন্নত বিশ্বের দেশগুলোও পাবলিক পরীক্ষা বাতিল করেছে। কোনো কোনো প্রেডিকটেড গ্রেড দিচ্ছে। আমরা সেখানে ২০২০ সালের এসএসসি পরীক্ষা নিয়ে ফেলেছিলাম। এইচএসএস পরীক্ষা শুরুর দিক দুই/তিনদিন আগে বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। পরে আমরা জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে তার ফলাফল দিয়েছিলাম। আমরা যেভাবে বিচার বিশ্লেষণ ও টালি করে ফলাফল দিয়েছি দুই একটি ব্যক্তিক্রম ছাড়া পরীক্ষা হলে শিক্ষার্থীদের ফলাফল এরকমই হতো। কাজেই কেউ ক্ষতিগ্রস্ত হয়নি।

দেশে করোনার সংক্রমণ বাড়তে শুরু করলে গত বছরের ১৭ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।তবে সংক্রমণ দেখা দেওয়ার ঠিক আগেই এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছিল।কিন্তু এইচএসসি পরীক্ষার্থীরা আটকে যান। ছুটির সময় কোনো পাবলিক পরীক্ষা হয়নি। আর উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের মূল্যায়ন ফল প্রকাশ করা হয় তাদের এসএসসি ও জেএসসির ফলের গড় করে। চলতি বছরে কয়েক দফায় স্কুল ও কলেজ খোলার দিনক্ষণ নির্ধারণ এবং প্রস্তুতি নেওয়ার কথা বলা হলেও মহামারি পরিস্থিতির উন্নতি না হওয়ায় তা সম্ভব হয়নি। সর্বশেষ ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তা আবার পেছানো হয়।



 

Show all comments
  • শওকত আকবর ১৪ জুলাই, ২০২১, ৬:০৯ পিএম says : 0
    দেশের যে করোনা পরিস্থিতি তাতে জুট ঝামেলা এরাতে অটোপাশ দেওয়ার সিদ্ধান্ত ভালো।বিশেষ করে গত বছর অটোপাশ দেওয়াতে ছাত্র ছাত্রিরা বই মোটেই ধরেনাই।দেশের পরিস্থিতি নিয়ন্ত্রনে এলে পরবর্তি ক্লাশের ফলাফল মুল্যায়ন হবে।
    Total Reply(0) Reply
  • Sats1971 ১৪ জুলাই, ২০২১, ৭:৩৭ পিএম says : 0
    Those students auto pass HSC 2019 got result on 2020 but still they did not admit in graduate BA/BSC/BCOM first year due to COVID-19 increasing already they sacrificed one year lost of education in their life and going to loss another one year similarly under graduate students also same In this way after they admitted under graduate course and after one year it year vacancy will available for current base so match about the seating vacancy.National University is the govt org and the teachers of this varsity maximum BCS qualified teachers others University So discuss about this with Noakhali University committee private university given admission circular to admission 1st year it not possible to all students. It is observed that admission of medical college, public university,BCS maximum students pass and get chance their school college has no AC No Fan even No water also but they took first. This is called merit. Many students got all facility from the high fy name school and college but did not get admission Public university . One got GPA 5 with modern school and rich family but another poor student got GPA 5 from broken school with out blackbord cook, Present got priority to poor student because he is really merite.Now parent Govt high lighted to the poorest school and given awards to the poor man. So that real marine is required to the nation. All first boy of all school Give examination compition to trace out the real merit. If a first boy of broken school got 100 and other well fitted school got 100 here broken poor school student real merit.So that examination will take present govt to trace out real marine.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষামন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ