Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালো দামের আশায় ঢাকার হাটে উঠবে ‘টাঙ্গাইলের বস’

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ১২:০৪ পিএম

টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের কৃষক মো. শফিকুল ইসলাম কোরবানীর হাটে বিক্রির জন্য প্রস্তুত করেছে ‘টাঙ্গাইলের বস’ নামের একটি ষাঁড় গরু। কালো রঙ্গের প্রায় ৯ ফুট লম্বা সাড়ে ৪ বছর বয়সের ষাঁড়টির ওজন প্রায় ৪০ মন। ভালো দামের আশায় গরুটির মালিক রাজধানী ঢাকার কয়েকটি হাটে তুলবেন বলে জানিয়েছেন।

কৃষক শফিকুল ইসলাম জানান, ‘টাঙ্গাইলের বস’ নামের ষাঁড়টি তার গোয়ালে সাড়ে চার বছর আগে জন্ম নেয়। এরআগে আরও তিনটি ষাঁড় লালন পালন করে কোরবানির ঈদে বিক্রি করে বেশ লাভবান হয়েছেন। তাই এবছরও ‘টাঙ্গাইলের বস’ নামের একটি বিশাল আকৃতির ষাঁড় কোরবানীর জন্য প্রস্তুত করেছি। টাঙ্গাইলে তেমন ভালো দাম না পাওয়ায় ঢাকার হাটে তোলার চিন্তা করেছি। নিরোগ বাহামা শংকর জাতের টাঙ্গাইলের বসকে বাড়ি থেকে কেউ কিনে নিলে ১০ লাখ টাকায় বিক্রি করবো। আর হাটে উঠালে বাজার অনুযায়ী দামেই ষাড়টি বিক্রি করবো। তিনি আরো জানান, সদর উপজেলা প্রাণি সম্পদ অফিস থেকে ষাড়ের ছবি ও বিবরণ নিয়ে অনলাইনে ছবিটি আপলোড করা হয়েছে। প্রতিদিনই স্থানীয় লোকজন ষাঁড়টি দেখতে তার বাড়িতে ভিড় করলেও এখন পর্যন্ত কেউ ‘টাঙ্গাইলের বস’কে কিনতে আসেনি। বাধ্য হয়ে টাঙ্গাইলের বসকে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। আবহাওয়া অনুকূলে থাকলে আগামি রোববার (১৮ জুলাই) ষাঁড়টিকে তিনি ঢাকার গাবতলী হাটে উঠানোর চেষ্টা করবো।

কৃষক শফিকুল ইসলাম জানান, তার গোয়ালে এখনও ১৩টি গরু রয়েছে। এরমধ্যে টাঙ্গাইলের বস সহ ৪টি ষাড়, ২টি বকনা বাছুর, ১টি ষাড় বাছুর এবং ৬টি গাভি রয়েছে। টাঙ্গাইলের বসকে তিনি খর, ভুষি, পায়রা, ছোলা, তরল গুড় খাইয়ে বড় করেছেন। নিয়মিত শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে শুকনো কাপড় দিয়ে শরীর মুছে দেন। থাকার গোয়ালে ফ্যান লাগিয়ে দিয়েছেন। তিনি আরও জানান, পরিবারের অন্য সদস্যদের যেভাবে যত্ন নেওয়া হয়, একইভাবে পরম যত্নে গরুটির লালন পালন করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ