Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সরিষাবাড়িতে মাদরাসা প্রিন্সিপালের ওপর হামলা

থানায় অভিযোগ দায়ের

সরিষাবাড়ি (জামালপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ১২:০২ এএম

জামালপুরের সরিষাবাড়িতে ডোয়াইল ইউনিয়নের ঐতিহ্যবাহী গাড়াডোবা সিরাতুন্নবী আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু বকর সিদ্দিকের ওপর গত রোববার রাতে হামলা করে এলাকার কিছু বখাটে। এ ঘটনায় গত সোমবার দুপুরে সরিষাবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়। মাদরাসার প্রিন্সিপাল ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, গাড়াডোবা গ্রামের ইসমাইল, সুজন, ডালিম, মনি, রব্বানীসহ কতিপয় ৮/১০ জন বখাটে গত রোববার রাত সাড়ে আটটায় মাদরাসার প্রিন্সিপাল আবু বকর সিদ্দিককে বাড়ি থেকে ডেকে নিয়ে মাদরাসা সংলগ্ন মসজিদের কিছু জমি দখল করার নিমিত্তে সাদা কাগজে জোর-পূর্বক স্বাক্ষর নিতে চাপ সৃষ্টি করে। প্রিন্সিপাল স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে তাকে মাথায় আঘাত করে। প্রিন্সিপাল তাদের হাত থেকে দৌড়ে পালিয়ে মাদরাসার মসজিদে এসে আশ্রয় নেয়। সেখানে কয়েকজন মুসুল্লি এশার নামাজের জন্য আসে। সেখানেও এসে মুসুল্লিদের সামনে বাঁশের লাঠি দিয়ে আঘাত করতে থাকে। ফেরাতে গিয়ে কয়েকজন মুসুল্লিসহ প্রিন্সিপাল গুরুতর আহত হন। এ ঘটনায় এলাকায় থম থমেভাব বিরাজ করছে। গত সোমবার দুপুরে প্রিন্সিপাল আবু বকর সিদ্দিক বাদী হয়ে ইসমাইল সুজনসহ কয়েক জনকে আসামি করে সরিষাবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করে।
সরিষাবাড়ি থানার তদন্ত কর্মকর্তা আ. মজিদ জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ