Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক হয়রানির প্রতিবাদ

কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ১২:০২ এএম

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, তথ্য প্রদানে বাধা ও হয়রানি বন্ধসহ ঠাকুরগাঁওয়ের তিন সাংবাদিকদের ওপর থেকে মিথ্যা মামলা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সিনিয়র সাংবাদিক ছানালাল বকসী, আব্দুল খালেক ফারুক, রাজু মোস্তাফিজ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, হাসপাতালগুলোতে ঠিকাদাররা স্বাস্থ্যবিভাগের লোকজনের সাথে যোগসাজস করে সরকারি অর্থ লুটপাট করলেও কিছু হয় না। আর সেই অনিয়মের সংবাদ প্রকাশ করলেই তাদের গাত্রদাহ হয়। এজন্য সাংবাদিকদের হয়রানি করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে আমরা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাচ্ছি এবং ঠাকুরগাঁওয়ের তিন সাংবাদিকের ওপর মিথ্যা মামলা প্রত্যাহরসহ লুটপাটে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ