Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় অক্সিজেন সিলিন্ডার বিতরণ

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ১২:০২ এএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও আলহাজ আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান অ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাসের সহযোগিতায় পাবনায় অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে। পাবনার ৯টি উপজেলার করোনা রোগীরদের জরুরি প্রয়োজনে বিনামূল্যে এ অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়। গত সোমবার এই কার্যক্রম শুরু হয় প্রতিদিনই কোভিড রোগীদের প্রয়োজনে এসব জীবন রক্ষাকারী অক্সিজেন বিতরণ করা হচ্ছে। এ বিষয়ে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, আমি রাজনীতিতে এসেছি পদ পদবী কিংবা অর্থ উপার্জন করতে নয়। আমি রাজনীতিতে এসেছি গরীব অসহায় মানুষের অধিকার আদায়ের জন্য। তিনি আরো বলেন, আমরা ১শ’ সিলিন্ডার দিয়ে শুরু করেছি। প্রয়োজনে আরো দেব। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লøাহ আল মাহমুদ মান্নান মাস্টারের সভাপতিত্বে এক ভার্চুয়াল বক্তব্য প্রধান অতিথির বক্তব্যতে শিমুল বিশ্বাস এ কথা বলেন। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলমত নির্বিশেষে যে কেউ ফোন করলে আপনারা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতারা করোনাকালীন সময়ে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিবেন। উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পাবনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী হাবিবুর রহমান তোতা, পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, পাবনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ তৌফিক হাবিব, একেএম মুসা, সাবেক যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ মাসুম বগা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ