Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবজাতক উদ্ধারের ৫ ঘণ্টা পর মৃত্যু

আশাশুন (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ১২:০২ এএম

আশাশুনি উপজেলার গুনাকরকাটি বেইলী ব্রিজের নিচে বেতনা নদীর চর থেকে সদ্যভূমিষ্ঠ কন্যাকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার ৫ ঘণ্টা পর মৃত্যুবরণ করে ওই শিশু।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে গুনাকরকাটি ব্রিজের নিচে বেতনা নদীর চরে কয়েকজন শ্রমিক মাটি কাটার কাজ করছিল। এসময় তারা পাশে নদীর চরে শিশুটিকে দেখতে পায়। তারা শিশুর পাশে গিয়ে দেখে মাথা ও মুখ থেতলানো রক্তাক্ত অবস্থায় রয়েছে। খবর পেয়ে কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটি কাপড়ে জড়িয়ে নিজেই মোটরসাইকেলে সাতক্ষীরা সদর হাসপাতালে আইসিইউতে ভর্তির ব্যবস্থা করেন। চিকিৎসাধীন অবস্থায় ৫ ঘণ্টা পর দুপুর পৌনে ১টার দিকে শিশুটির মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ