Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩ ভারতীয় নাগরিক দেশে ফিরে গেল

হিলি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ১২:০২ এএম

অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশে আড়াই বছর কারাভোগের পর হিলি চেকপোস্ট দিয়ে ভারতে ফিরে গেলেন বাকপ্রতিবন্ধী কিশোরসহ ৩ জন ভারতীয় নাগরিক। গতকাল দুপুরে হিলি ইমিগ্রেশন কর্মকর্তা সেকেন্দার আলী ভারতের হিলি ইমিগ্রেশন কর্মকর্তা নিকট ওই তিনজন ভারতীয় নাগরিকে হস্তান্তর করেন। হিলি ইমিগ্রেশন ওসি সেকেন্দার আলী জানান, তিনজন ভারতীয় নাগরিক আড়াই বছর কারাভোগের পর গতকাল ভারতে ফেরত পাঠানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তারা বিজিবির হাতে আটক হয়েছিল। ফেরত পাঠানো নাগরিকরা হলেন- ভারত হিলির ধরন্দা গ্রামের বিনত দেবনাথের ছেলে মানিক দেবনাথ, উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার চতরাগাছ গ্রামের মৃত নাসির উদ্দীনের ছেলে তাজো মুহাম্মদ ও উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার চতরাগাছ গ্রামের বরদুল মুহাম্মদের ছেলে বাকপ্রতিবন্ধী কিশোর অকিল মুহাম্মদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ