Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফটিকছড়িতে ফের টিকাদান শুরু

ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ১২:০২ এএম

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গতকাল মঙ্গলবার থেকে ফের করোনা টিকা দান শুরু করেছে। স্থানীয় এমপি আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর নির্দেশনায় সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে পুনরায় করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। রেজিস্ট্রেশনকৃতদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে। এ উপলক্ষে এক সচেতনতামূলক সভা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাবিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, নবাগত ইউএনও মো. মহিনুল হাসান, নাজিরহাট পৌর মেয়র এসে এম সিরাজুদ্দৌল্লাহ। বক্তব্য রাখেন, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, ডা. আব্দুল বাসেত হাসান, সাংবাদিক বিশ্বজিৎ রাহা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ