বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় উত্তর লক্ষণ খোলায় সড়কে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণ কাজ করার সময় একটি সরকারী প্রাইমারী স্কুলের দেয়াল ধ্বসে পড়ে তিন শ্রমিক আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে দুই শ্রমিকের মৃত্যু হয়। আহত শ্রমিকরা হলো হৃদয় (৩০), মিম (৩৬) ও দুলালী (৩৫)।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ১টায় উপজেলার উত্তর লক্ষণ খোলা এলাকায় দেয়াল ধসে নির্মাণ কাজে নিয়োজিত তিন শ্রমিক আহত হলে প্রথমে তাদের বন্দর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অবস্থা গুরুতর হলে জরুরী বিভাগের চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ড্রেন নির্মাণ কাজে নিয়োজিত জাহেদা নামের নারী শ্রমিক জানিয়েছেন, সকল থেকে তারা ১০ জন শ্রমিক ড্রেন নির্মাণের কাজ করছিল। দুপুর ১ টায় দিকে ড্রেনে পাশে উত্তর লক্ষণ খোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর দেয়াল ধসে পড়ে।
এসময় হৃদয়, মিম ও দুলালী নামের তিন শ্রমিক আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
এ ব্যাপারে সোনারগাঁও রূপগঞ্জ এলাকার ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানিয়েছেন, আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন ধ্বসে পড়া দেয়ালটি উদ্ধারের কাজ করা হচ্ছে।
এ ব্যাপারে বন্দর থানার পরিদর্শক দিপক চন্দ্র সাহা জানিয়েছেন, উত্তর লক্ষণ খোলা এলাকায় সড়কে ড্রেন নির্মাণ কাজ করছি রাসেল নামের এক ঠিকাদার। আহত তিন শ্রমিকের মধ্যে একজন পুরুষ ও একজন নারী শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। এখনো নিহতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। নির্মাণাধীন ঠিকাদার প্রতিষ্ঠানে কোন অবহেলায় বা ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।