Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবির বাসে বড়ি ফেরার দাবিতে প্রশাসন ভবনে তালা

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ৪:৫২ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাসে বাড়ি ফেরার দাবিতে প্রশাসন ভবনে তালা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারী শিক্ষার্থীরা। এর আগে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফেরার দাবিতে সেখানেই অবস্থান করছিলেন তারা।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন স্ব শরীরে পরীক্ষার কথা বলে আমাদের ক্যাম্পাসে নিয়ে আসছে। করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিত করেছে। লকডাউনে বাড়ি যেতে পারছি না সেকারণে বাড়ি পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিলো। সেভাবেই আমরা প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু সোমবার রাতে হঠাৎ সিদ্ধান্ত আসে বাস দেবে না প্রশাসন।

শিক্ষার্থীদের বিক্ষোভ স্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. লিয়াকত আলী। তিনি বলেন, প্রশাসনের এক সভায় তিনটি রুটে বাস দেয়ার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীরা সে বিষয়টি প্রত্যাখান করেন এবং সব রুটে বাস দেয়ার দাবি জানান।

এর আগে প্রশাসনের সিদ্ধান্তে মঙ্গলবার সকালে চারটি জেলার উদ্দেশে বাস ছেড়ে যাওয়ার কথা ছিলো। তবে গতকাল সোমবার শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি পৌঁছে দেয়ার সিদ্ধান্ত স্থগিত করে প্রশাসন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ