Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কটিয়াদীতে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা গায়েব

কটিয়াদী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ২:২৮ পিএম

কটিয়াদী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর উপবৃত্তির টাকা উধাও হয়ে গেছে এমন অভিযোগ উঠেছে। উপবৃত্তি বিতরণ শুরু হওয়ার পর থেকেই অনেক অভিভাবক টাকা উত্তোলন করতে গেলে অটো পিন সেটআপ দেখায়। পরবর্তীতে পিন কোড পরিবর্তন করে অ্যাকাউন্টে ঢুকলেও ব্যালেন্স শূন্য দেখায়। আবার অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখলে দেখা যায়, উত্তোলনের তারিখ এবং টাকার পরিমাণ, আবার কত তারিখ কত টাকা উত্তোলন করা হয়েছে তাও দেখাচ্ছে। অথচ অভিভাবকরা বলছেন তারা কোনো টাকাই উত্তোলন করেননি। নগদের হেল্প লাইনে ফোন দিলে তারা ফোন রিসিভ করেন না। পাইকশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদ কামাল জানান, আমার বিদ্যালয়ের প্রায় ৩০% শিক্ষার্থীর উপবৃত্তির টাকা উধাও হয়ে গেছে। অভিভাবকের মোবাইল নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা হয়। অ্যাকাউন্টে টাকা এলে তারা টাকা উত্তোলন করতে গেলে অটো পিন সেটআপ এবং টাকা উত্তোলনের তারিখ দেখায়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জালিয়াতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ