Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারাভোগ শেষে ৩ ভারতীয় নাগরিক দেশে ফিরে গেলো

হিলি (দিনাজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ১:৫৬ পিএম

অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশে আড়াই বছর কারাভোগের পর দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভারতে ফিরে গেলেন বাকপ্রতিবন্ধী কিশোরসহ ৩ জন ভারতীয় নাগরিক।

আজ মঙ্গলবার দুপুরে হিলি ইমিগ্রেশন কর্মকর্তা সেকেন্দার আলী ভারতের হিলি ইমিগ্রেশন কর্মকর্তা নিকট ওই তিন জন ভারতীয় নাগরিকে হস্তান্তর করেন।
হিলি ইমিগ্রেশন ওসি সেকেন্দার আলী জানান, তিন জন ভারতীয় নাগরিক আড়াই বছর কারাভোগের পর আজ ভারতে ফিরত পাঠানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তারা বিজিবির হাতে আটক হয়েছিল।

ফেরত পাঠানো নাগরিকরা হলেন- ভারত হিলির ধরন্দা গ্রামের বিনত দেব নাথের ছেলে মানিক দেব নাথ (৩০)। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার চতরাগাছ গ্রামের মৃত নাসির উদ্দীনের ছেলে তাজো মুহাম্মদ (৪০) ও উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার চতরাগাছ গ্রামের বরদুল মুহাম্মদের ছেলে বাকপ্রতিবন্ধী কিশোর অকিল মুহাম্মদ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ