Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিমুলিয়া নৌরুটে আজও ঘরমুখো মানুষের ভিড়

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ১:২২ পিএম

মুন্সীগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আজও ঘরমুখো মানুষের ভিড় দেখা দেছে। করোনা সংক্রমণ রোধে (বিআইডাব্লিউটিসি) থেকে বিজ্ঞপ্তিতে বন্ধের নির্দেশনার চলমান থাকার পরেও মাওয়া শিমুলিয়া-বাংলাবাজার ফেরিতে যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপার অব্যহত আছে।
আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকাল থেকে শিমুলিয়া ঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। সেই সাথে শিমুলিয়া ঘাট হয়ে ফেরিতে বাংলাবাজার উদ্দেশ্যে পদ্মা পার হতে দেখা যায় শতশত যাত্রী ও যাত্রীবাহী গাড়িকে। তবে বেলা বাড়ার সাথে সাথে চাপ কিছুটা কমতে থাকে।
ঢাকা ও এর আশেপাশের জেলা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীরা ঢাকা-মাওয়া সড়কে পুলিশের চেকপোস্ট এড়িয়ে বিকল্প পথে গ্রামের ভিতর দিয়ে কখনও হেঁটে,সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল,ইজিবাইক ও মিশুকে করে ঘাটে আসছেন। তারা স্বাভাবিক সময়ের চেয়ে তিনগুণ/চারগুণ ভাড়া গুনে ঘাটে পৌঁছেছেন। আগে বাসে যেখানে ৭০ টাকায় ঘাটে আসা যেতো, সেখানে ৩০০ থেকে ৪০০ টাকা পরিবহন ভাড়া দিতে হয়েছে যাত্রীদের।
মাদারীপুরগামী যাত্রী জাফর আহম্মেদ যানান দেশে কোরবানী দিবো তাই পরিবার নিয়ে গ্রামে যাচ্ছি। বরিশালগামী যাত্রী মনিরুজ্জামান মৃধা জানার মা অসুস্থ তাই বাড়ী যাচ্ছি।
মাদারীপুর শিবচর উপজেলার উসমান খান জানান, ঢাকায় গিয়েছি অসুস্থ বোনকে দেখতে। গিয়েছি অনেক কষ্ট করে আজও ঘাটে আসতে অনেক কষ্ট হয়েছে।
খুলনাগামী শাহআলম জানান,দেশে কোরবানী দিবো গরু কিনতে হবে তাই ঈদের কয়দিন আগেই যাচ্ছি, মাদারীপুরগামী যাত্রী গৃহবধূ সাহানাজ বেগম বলেন, কী যে কষ্ট করে এখানে এসেছি, ভাষায় বোঝানো যাবে না। তিনি আরও জানান, আমার স্বামী বিদেশে থাকেন। প্রতি বছর গ্রামের বাড়িতে শশুর শাশুরদের সাথে ঈদকরি কোরবানি দেই তাই যাচ্ছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের
ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, এ নৌরুটে রোরো, ও ছোটসহ মোট ১১টি ফেরি চলাচল করছে।(বিআইডাব্লিউটিসি) থেকে বিজ্ঞপ্তিতে বন্ধের নির্দেশনার চলমান থাকার পরেও যাত্রীবাহী গাড়ি পারাপার হচ্ছে জানতে চাইলে তিনি দৈনিক ইনকিলাবকে জানান,ঢাকা থেকে আসতে ৬/৭টি চেকপোস্ট হয়ে জরুরী প্রয়োজন দেখিয়ে ঘাটে একান্ত জরুরী প্রয়োজনে যারা আসছে, তাদের পার করা হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ