Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবকিছু প্রস্তুত, চীন প্রস্তুত

যৌথভাবে টিকা উৎপাদন নিয়ে চীনা দূতাবাসের উপপ্রধান

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ১২:০০ এএম

চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান বলেছেন, বাংলাদেশে যৌথভাবে করোনা টিকা উৎপাদন শুরু করতে চীন বাংলাদেশ সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় আছে। গতকাল সোমবার ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির শতবর্ষ উপলক্ষে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে যৌথভাবে টিকা উৎপাদন করতে চীন প্রস্তুত। সিনোফার্ম প্রস্তুত, সিনোভ্যাক প্রস্তুত। আপনারা যৌথ-উৎপাদনের জন্য খুব আধুনিক ও উন্নত সুযোগসুবিধা পেতে যাচ্ছেন। তিনি বলেন, সবকিছু প্রস্তুত, চীন প্রস্তুত। এখন আমরা বাংলাদেশ সরকারের সংকেতের অপেক্ষায় আছি।
বাংলাদেশের চাহিদা অনুযায়ী টিকা সরবরাহ করতে চীন প্রতিশ্রæতি দিয়েছিল উল্লেখ করে হুয়ালং বলেন, আমরা চলতি মাসের মধ্যে বা আগামী মাসের শুরুতে আরও ৫০ লাখ ডোজ টিকা সরবরাহ করব। এর আগে, চীন বাংলাদেশকে ১১ লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার দিয়েছিল এবং একটি ক্রয় চুক্তির অধীনে জুলাইয়ের প্রথম দিকে ২০ লাখ ডোজ টিকা সরবরাহ করেছে।
চীনা দূতাবাসের উপপ্রধান বলেন, চীন সরকার এবং ভ্যাকসিন উৎপাদনকারীরা বাংলাদেশ-চীন বন্ধুত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এর আগে, ৬ জুলাই একটি ফেসবুক পোস্টে হুয়ালং বলেছিলেন যে যৌথভাবে টিকা উৎপাদনের জন্য চীনা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশি অংশীদারদের সঙ্গে কাজ করছে। চীন এ পর্যন্ত প্রায় ১০০টি দেশে টিকা সরবরাহ করেছে এবং শিগগির কোভ্যাক্সকে এক কোটি ডোজ টিকার প্রথম ব্যাচ সরবরাহ করবে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ