Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ বিষয় নিশ্চিতে লিগ্যাল নোটিশ

করোনা রোগীর চিকিৎসা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ১২:০০ এএম

সরকারি-বেসরকারি হাসপাতাল গুলোতে করোনা রোগীদেরজন্য শয্যা বাড়ানোসহ ৫ বিষয় নিশ্চিত করতে সরকারকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। নোটিশে হাসাপাতালগুলোতে করোনা রোগীদের জন্য পর্যাপ্ত অক্সিজেনসহ প্রয়োজনীয় মেডিক্যাল পথ্য সরবরাহ ও গর্ভবতীদের জন্য আলাদা ব্যবস্থা করতে বলা হয়েছে।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর রোববার এ নোটিশ পাঠানো হয়। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেন সংস্থার আইনজীবী মো.শাহীনুজ্জামান। নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। ব্যত্যয় ঘটলে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে মর্মে হুঁশিয়ারি দেয়া হয় নোটিশে। নোটিশে বলা হয়, ৭ জুলাই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। ডেলটা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াচ্ছে। একেবারে গ্রামগঞ্জেও ছড়িয়ে পড়ছে। প্রায় ৫০ শতাংশ রোগী গ্রামের। এ অবস্থায় পাঁচটি বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হয়। এগুলো হচ্ছে (১) সরকারি-বেসরকারি সব হাসপাতালে করোনা রোগীদের জন্য শয্যা বাড়াতে হবে। (২) যারা সরকারি হাসপাতালে ভর্তি হতে পারেনি, তাদের বেসরকারি হাসপাতালে দ্রুত ভর্তি করানোর নির্দেশনা জারি করতে হবে। নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। (৩) প্রত্যেক জেলায় করোনা হাসপাতালে প্রয়োজনীয় অক্সিজেনসহ হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সরবরাহ করতে হবে। (৪) করোনা রোগীদের যথাযথ তত্ত্বাবধান এবং হাইজেনিক ও ভালো খাবার সরবরাহ নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং (৫) করোনা আক্রান্ত গর্ভবতীদের বিশেষ তত্ত্বাবধান এবং তাদের জন্য হাসপাতালে আলাদা স্থান নির্ধারণ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ