Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেকর্ডের দিনে বাড়ছেই ভয়াবহতা

জেলা-উপজেলায় করোনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ১২:০১ এএম

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ, শনাক্ত ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। জেলা-উপজেলাগুলোতে এর ভয়াবহতা বেড়েই চলেছে। প্রতিদিনই চলছে শনাক্ত, মৃত্যুর রেকর্ড ভাঙা গড়া।

চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গতকাল একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ৮২১ জন। করোনায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ৭৮০ জন।

রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩৩৯ জনের।

খুলনা ব্যুরো জানায়, খুলনা বিভাগে করোনাভাইরাসের গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৪২ জন।

বরিশাল ব্যুরো জানায়, গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২ হাজার ১১৯ জনের নমুনা পরিক্ষায় দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ৫৭৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। পিরোজপুরে গত ২৪ ঘন্টায় ৩৯০ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা ছিল ৯৪। বরগুনাতে গত ২৪ ঘন্টায় জেলাটিতে ১৪৮ জনের নমুনা পরীক্ষায় ৬৬ জনের করোনা পজিটিভ শনাক্তের পাশাপাশি সদর ও বেতাগী উপজেলাতে দুজনের মৃত্যু হয়েছে।

পটুয়াখালীতেও গত ২৪ ঘন্টায় ১৯৬ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ভোলাতেও গত ২৪ ঘন্টায় ১২৬ জনের নমুনা পরিক্ষায় ৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ ব্যুরো জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয়জন করোনায় এবং ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ জেলায় গত ২৪ ঘণ্টায় ৮১৬টি নমুনা পরীক্ষা করে ২৬৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

দিনাজপুর অফিস জানায়, করোনায় গত ২৪ ঘন্টায় দিনাজপুরে আরো ৪ জন মৃত্যুবরন করেছে। এ নিয়ে জেলায় মোট ১৯৩ জনের মৃত্যু হলো। এ সময়ে আক্রান্ত হয়েছে আরো ১০৮ জন।

রংপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬৭১ জন।

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার জানান, কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে আটজন এবং উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ১০২৭টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জানান, গত ২৪ ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৪৮ জনের। এরমধ্যে আক্রান্ত হয়েছে ২১০ জন।

গাইবান্ধা থেকে স্টাফ রির্পোটার জানান, গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছে ৬৯ জন। এরমধ্যে সদর উপজেলায় ৩৭, গোবিন্দগঞ্জে ১২, সুন্দরগঞ্জে ৪, সাঘাটায় ৫, পলাশবাড়ীতে ৫ ও সাদুল্যাপুর উপজেলায় ৬ জন

মাগুরা থেকে, স্টাফ রিপোর্টার জানান : নতুন করে জেলায় করোনায় ১ জনের মৃত্যু আক্রান্ত ৫৮ জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৩৮ জন।

সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, করোনায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে উপসর্গে পাঁচজন, আর করোনা পজিটিভ রোগী রয়েছেন একজন। এই ছয়জনের মধ্যে তিনজন নারী রয়েছেন।

নাটোর জেলা সংবাদদাতা জানান, গত ২৪ ঘন্টায় নাটোর সদর হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ১১৪ জন।

ভোলা জেলা সংবাদদাতা জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পিসিআর ল্যাবে ৮৭ টি নমুনা পরীক্ষা করে ৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়।

বরগুনা জেলা সংবাদদাতা জানান, গত ২৪ ঘন্টায় মারা গেছেন, ২ জন। একজনের বাড়ী বরগুনার রোডপাড়া গ্রামে এবং অন্যজনের বেতাগী পৌর শহরে।

ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, ঝালকাঠিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১৩ জন।

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় ৪৭৩ জনের করোনা পরীক্ষা করে ১২৮ জন শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তে আরোনা ৩ জন ও উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে।

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা জানান, মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২৭০টি নমুনা পরীক্ষা করে নতুন আরো ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।

টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, গত ২৪ ঘন্টায় সোমবার টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এদিকে নতুন করে জেলায় ২০৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ