Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলের সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ১২:০১ এএম

করোনা সঙ্কট মোকাবেলায় দক্ষিণাঞ্চলের প্রায় ৪৫ হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। অসহায় ও দুঃস্থ মানুষের সহায়তার এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল। বিভাগীয় কমিশনার সচিবালয় থেকে এ কার্যক্রম তদারকি করা হচ্ছে বলেও জানা গেছে। তবে বরিশাল মহানগরীতে সিটি করপোরেশন আলাদাভাবে সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা কথা রয়েছে। এ জন্য সরকার আলাদাভাবে বরিশাল মহানগরীর জন্য ২৫ লাখ টাকা ও ৫০ মেট্রিক টন চাল বরাদ্ধ করেছে। তবে গতকাল পর্যন্ত বিতরণ কার্যক্রম শুরু হয়নি বলে জানা গেছে। এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে যোগোযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রীর নির্দেশে গত ১ জুলাই থেকে সারা দেশের সাথে দক্ষিণাঞ্চলের ৬টি জেলার ৪২টি উপজেলায় সরকারি খাদ্য ও নগদ আর্থিক সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের আওতায় দক্ষিণাঞ্চলের প্রায় ২৫ হাজার পরিবারের মঝে সাড়ে ৬শ’ টনের মত চালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী এবং ৫ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
এর বাইরে আরো প্রায় ২১ হাজার পরিবারের মাঝে নগদ প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে বলেও জানা গেছে। তবে এরপরেও বর্তমানে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা প্রশাসনের কাছে সহস্রাধিক টন খাদ্য সামগ্রী, প্রায় দেড় হাজার প্যাকেট শুকনো খাবার এবং ১ কোটি ৩৫ লাখ নগদ অর্থ মজুত রয়েছে বলে বিভাগীয় প্রশাসন সূত্রে জানা গেছে। প্রতিদিনই দক্ষিণাঞ্চলের জেলা উপজেলাতে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এসব ত্রাণ সামগ্রী বিতরণের ফলে করোনা সঙ্কট মোকাবেলায় চলমান লকডাউনে কর্মহীন মানুষ কিছুটা হলেও আশার আলো দেখছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ