পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
এনসিসি ব্যাংকের কৃষি এবং পল্লী অর্থায়ন প্রকল্প শীর্ষক দিনব্যাপী কর্মশালা সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটি উদ্বোধন করেন। বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের মহাব্যবস্থাপক প্রভাস চন্দ্র মল্লিক আমন্ত্রিত রিসোর্স পার্সন হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, মানবসম্পদ বিভাগের প্রধান মো. আবদুল্লাহ্-আল-কাফি মজুমদার এবং ট্রেনিং ইন্সটিটিউটের অধ্যক্ষ জগদীশ চন্দ্র দেবনাথ বক্তৃতা করেন। এনসিসি ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকিংয়ে প্রচলিত ঋণ ধারার সাথে কৃষি এবং পল্লী ফাইন্যান্স স্কিম যুক্ত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি যথাযথ কর্তৃপক্ষের নির্দেশিত নীতি অনুসরণ করে চলিত বছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে সচেষ্ট থাকার আহŸান জানান। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।