Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার ৩

লোহাগাড়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ১২:০২ এএম

চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক পুলিশের অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের গতকাল সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। জানা গেছে, গত রোববার বিকালে লোহাগাড়া পুলিশের একটি টিম লোহাগাড়া সদর ইউপিস্থ থানার মূল গেটের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর অভিযান চালায়।

এসময় ২টি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড কার্তুজ, ১টি তালা কাটার যন্ত্র, ২টি ধারালো ছোরা, ২টি লোহার পাইপ, ১টি মিনিট্রাক ও ১টি সাবলসহ মো. লোকমান ও মো. মামুনকে গ্রেফতার করা হয়। একইদিন রাতে আমিরাবাদ ইউপিস্থ মাস্টারহাট পোস্ট অফিসের সামনে অভিযান চালিয়ে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ খানে আলমকে গ্রেফতার করা হয়।

লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদ জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার সকালে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ