Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা মহানগর দক্ষিণের কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ৭:৩১ পিএম

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা মহানগর দক্ষিণের কমিটি ঘোষণা করা হয়েছে। সামিউল হক লিন্টুকে আহবায়ক ও মোরশেদুল আলম পলাশকে সদস্য সচিব করে এই কমিটি ঘোষণা করা হয়।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি ফাল্গুনী হামিদ ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

দুইজনের স্বাক্ষরিত এক চিঠিতে তারা তিনমাসের মধ্যে ঢাকা দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত আহবায়ক লিন্টু ও সদস্য সচিব পলাশকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা মহানগর দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেন। পাশাপাশি সংগঠনের গতিশীলতা বৃদ্ধিতে এই দুইজনের কাছ থেকে সাহসী ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কমিটি ঘোষণা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ