Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৫টি অক্সিজেন সিলিন্ডার দিলেন পরিবেশ ও বনমন্ত্রী

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ১২:০১ এএম

করোনা মহামারীতে রোগীর অক্সিজেন সঙ্কট নিরসনে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালকে ব্যক্তিগত উদ্যোগে ১৫টি অক্সিজেন সিলিন্ডার দিলেন পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

গতকাল রোববার দুপুরে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ১৫টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। পরিবেশ ও বন মন্ত্রীর পক্ষে পৌর মেয়র ফজলুর রহমান ও সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এসব অক্সিজেন সিলিন্ডার হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিকের কাছে হস্তান্তর করেন। এ সময় হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলায় করোনার উর্ধ্বগতির সময় পরিবেশ ও বন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি ব্যক্তিগত উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান করায় হাসপাতাল কর্তৃপক্ষ ধন্যবাদ জানান।

নতুন যুক্ত ১৫টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মোট অক্সিজেন সিলিন্ডার হলো ২৭০টি। যা রোগীদের অক্সিজেন সঙ্কট নিরসনে বর্তমান সময়ে উপকারে আসবে।

ছাড়াও, পরিবেশমন্ত্রী বড়লেখায় করোনাভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফন কাফনের কাজের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম ফর কোভিড ডেথ’ কে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন। টিম লিডার পরিবেশমন্ত্রীর নগদ আর্থিক অনুদান তাদের কজের আরো উৎসাহ যোগাবে বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ