Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

কাপ্তাইয়ে বন্যহাতির তাণ্ডব

ঘর, গাড়ি ও দোকান ভাঙচুর

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ১২:০১ এএম

রাঙামাটির কাপ্তাই উপজেলার শিল্প এলাকায় বন্যহাতি তাণ্ডব চালিয়েছে। হামলায় দোকান বসতভিটা ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এভাবে প্রতিদন পার্শ¦বর্তী জঙ্গল হতে ২/১টি হাতি এসে এলাকায় হামলা চালায়। এ কারণে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জানা যায়, গতকাল রোববার ভোর ৪টায় এলপিসির অস্থায়ী শ্রমিক সেলিম তালপট্টি এলাকার ঘরটি বন্যহাতি তাণ্ডব চালিয়ে ভেঙে দেয়। ভাগ্যক্রমে সেলিম ঘর হতে দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পায়।

এছাড়া একইদিন সড়কে রাখা একটি মিনি ট্রাকের গ্লাস, দরজা ও বটতল এলাকার তোফাজ্জলের দোকান ভেঙে ফেলে। ক্ষতিগ্রস্ত লোকজন প্রশাসনের নিকট ক্ষতিপূরণ দাবি করেন। এলাকার বসবাসরত লুবনা, লিমন ও মুনসুর বলেন, আমরা প্রতিদিন ঘরের শিশুদের নিয়ে আতঙ্কে থাকি। আমরা এ বন্যহাতি হতে পরিত্রাণ চাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ