Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে দুই প্রতারক গ্রেফতার

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ১২:০১ এএম

সিলেটের ওসমানীনগরে ফেসবুকের ফেইক আইডির ব্যবহার করে প্রতরণা করার অভিযোগে দুইজনকে আটক করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তারা রোগাক্রান্ত মানুষ ও শিশুর ছবি ব্যবহার করে জীবন বাঁচাতে সাহায্যের আবেদন জানাতেন। এভাবে চিকিৎসার খরচের নাম করে বিকাশ নাম্বার দিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নিত। গত শুক্রবার ওসমানীনগর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গত শনিবার তাদের বিরুদ্ধে ডিজিটাল আইনে ওসমানীনগর থানায় মামলা দায়ের করা হয়।

আটককৃত আসামিরা হলেনÑ ওসমানীনগর থানার ইলাশপুর (দক্ষিণ) গ্রামের মৃত গিয়াস খানে ছেলে মো. জাফরান খান ও একই উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নিজ করণসী (উত্তরপাড়া) গ্রামের মো. সুফি মিয়া অরফে বকুলের ছেলে তারেক হোসেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ৭ ডিসেম্বর ‘গঁযরসধ ইবমঁস’ নামের একটি ফেসবুক আইডিতে একটি শিশুর জীবন বাঁচাতে চিকিৎসার জন্য সাহায্য চেয়ে প্রচার করা হয়। ওই আইডিতে সাহায্য পাঠানোর জন্য একটি বিকাশ নাম্বারের মাধ্যমে মানুষের সরলতার সুযোগে প্রতারক চক্রটি হাতিয়ে নেয় টাকা। এছাড়া তারা বিভিন্ন সময় সাধারণ মানুষের সাথে এমন প্রতারণা করতো।

এ ঘটনায় পিবিআই এসআই লিটন চন্দ্র বাদী হয়ে ওসমানীনগর থানায় গত শনিবার গ্রেফতারকৃত জাফরান ও তারেকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ