Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩০ বছর ধরে মসজিদে এসে আজান দিচ্ছেন দৃষ্টিহীন হাফেজ সুলাইমান!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ৭:২২ পিএম

শৈশবে অসুস্থতার কারণে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন চাঁদপুরের অন্ধ হাফেজ সুলাইমান।তিনি গ্রামের মসজিদে আজান দিচ্ছেন প্রায় ৩০ বছর ধরে। তারপরও পবিত্র কোরআন হিফজ করেন। হাফেজ সুলাইমানের জন্ম চাঁদপুরের কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামে। তিনি হোসেনপুর বাজার সংলগ্ন হোসেনপুর কেন্দ্রীয় বড় মসজিদের মুয়াজ্জিন।

মসজিদ থেকে প্রায় আধাকিলোমিটার দূরে হাফেজ সুলাইমানের বাড়ি অবস্থিত। প্রতিদিন ফজরের সময়ও কারো সহযোগিতা ছাড়াই তিনি মসজিদে এসে ফজরের আজান দেন, মসজিদ পরিষ্কার করেন, অজুখানা ও বাথরুমের তালা খুলে দেন। নামাজ শেষে আবার একাকী নিজের বাড়িতে ফিরে যান। এ যে সৃষ্টিকর্তা মহান আল্লাহর এক কুদরত।

স্থানীয় লোকজন জানায়, এ ছাড়া হাফেজ সুলাইমান একটি মাদরাসার সঙ্গেও সম্পৃক্ত আছেন। তিনি সেখানে শিক্ষার্থীদের ক্লাস নেন। অবসর সময়ে বাড়ির অন্যান্য কাজও করেন।সুমধুর কণ্ঠস্বর, প্রখর মেধাশক্তি ও কর্মস্পৃহায় এলাকাবাসীর কাছে বেশ প্রিয় হাফেজ সুলাইমান। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।



 

Show all comments
  • Mohamnad Noor Mamun ১১ জুলাই, ২০২১, ৭:৩৭ পিএম says : 0
    মহান আল্লাহ উনাকে দুনিয়ায় সম্মান ও আখিরাতে সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ