Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেজান কারখানায় অগ্নিকান্ডের জন্য দায়ীদের শাস্তি এবং নিহত-আহতদের ক্ষতিপূরণ-পুনর্বাসনের দাবিতে রংপুরে বাম জোটের বিক্ষোভ

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ৭:১৪ পিএম

নারায়নগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের জন্য দায়ী মালিক এবং কারখানা পরিদর্শকের দৃষ্টান্তমূলক শাস্তি, নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলা শাখা আজ রোববার নগরীতে বিক্ষোভ ও মানব বন্ধন করেছে।
বাম গণতান্ত্রিক জোট ও বাসদ রংপুর জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাসদ রংপুর জেলার আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস, সিপিবি রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড রাতুজ্জামান রাতুল, বাসদ(মার্কসবাদী) রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন মালিকের অতি মুনাফার লালসা এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতার কারণে ৫৩ জন শ্রমিককে আগুনে পুড়ে মরতে হলো। আহত হলো শত শত অসহায় শ্রমিক। বিচারের নামে প্রহসন নয়, এ ঘটনায় দায়ী সকলের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দিতে হবে,আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ