বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর কলাপাড়ায় দুই ব্রাজিল সমর্থকের মাথায় ডিম, রং ও ময়দা মেখে দিয়েছে আর্জেন্টিনার সমর্থকরা। রবিবার বেলা বারোটায় উপজেলার কুয়াকাটার পৌর এলাকার হুইচাঁনপাড়ায় এ ঘটনাটি ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলেও বন্ধুদের এমন কান্ড মেনে নিয়েছেন ব্রাজিল সমর্থক কুয়াকাটা বাসিন্দা সাদ্দাম মাল ও ব্যবসায়ী মাকসুদ আকন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খেলা দেখার পর দুপুরের দিকে তারা দু’জনে ওই এলাকার একটি চায়ের দোকনে বসেছিনে। এসময় পেছন থেকে এসে তাদের বন্ধু আবুবকর ও আরিফ বিল্লাহসহ বেশ কয়েকজন মাথায় ডিম, রং ও ময়দা মাখে দেয়। তাদের হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে ভিডিও ধরান করে সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোট করলে এ বিষয়টি ভাইরাল হয়। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা ফেসবুক কমেন্টে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
ব্রাজিল সমর্থক কুয়াকাটা বাসিন্দা সাদ্দাম মাল বলেন, সকালে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা দেখার পর দুপুরে আমার বন্ধুরা এ কান্ড ঘটিয়েছে।
আর্জেন্টিনা সমর্থক আরিফ বিল্লাহ সাংবাদিকদের বলেন, আমার বন্ধু সাদ্দাম মাল ও ব্যবসায়ী মাকসুদ আকন ব্রাজিলের সমর্থক। আর্জেন্টিনা ও ব্রাজিল খেলার মধ্যে আর্জেন্টিনা গোলে জিতে গেছে। তাই ব্রাজিল সমর্থক বন্ধুদের মাথায় ডিম, রং ও ময়দা মেখে দিয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।