Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাইক্রোসফট এন্টারপ্রাইজের চুক্তি

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

দেশের অর্থনীতিকে প্রযুক্তির উপযুক্ত ব্যবহারের মাধ্যমে এগিয়ে নেয়ার লক্ষ্যে সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) টেক ওয়ান গ্লোবাল (প্রাইভেট) লি:-এর বরাত দিয়ে মাইক্রোসফট এন্টারপ্রাইজ চুক্তি স্বাক্ষর করেছে। ইউসিবি-এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিবি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী, টেক ওয়ান গ্লোবাল (প্রাইভেট) লি:-এর চীফ অপারেটিং অফিসার ওয়াসানথা উইরাকুন ও কান্ট্রি জেনারেল ম্যানেজার লাহিরু মুনিনদ্রাদাসা এবং মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবিরসহ ইউসিবি, টেক ওয়ান গ্লোবাল (প্রাইভেট) লি: এবং মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেড-এর উর্ধ্বতন কর্মকর্তাগণ। চুক্তি অনুযায়ী, সহজে অরিজিনাল মাইক্রোসফট সফটওয়্যার ক্রয়ের ক্ষেত্রে ইউসিবিকে প্রয়োজনীয় সবরকম সহায়তা করবে টেক ওয়ান গ্লোবাল (প্রাইভেট) লি:। এছাড়া, ব্যাংকিং সংক্রান্ত সবধরনের কাজের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইউসিবিকে অত্যাধুনিক এবং অভিনব আইটি সল্যুশনস প্রদান করবে টেক ওয়ান গ্লোবাল (প্রাইভেট) লি:। চুক্তির আওতায়, ইউসিবি-এর অভ্যন্তরে একটি সুসজ্জিত আইটি প্ল্যাটফর্ম বসানো, সেরা প্রযুক্তিগত সহায়তা, পরিকল্পনা সেবা, ব্যবহারকারী ও প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং অভিনব প্রযুক্তিগত সল্যুশন নিশ্চিৎ করবে টেক ওয়ান গ্লোবাল প্রাইভেট লি:। মাইক্রোসফট টেকনোলজিসের অত্যাধুনিক প্রযুক্তি ও সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ইউসিবি যেনো বর্তমান আইটি খাতের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে সে ব্যাপারে ইউসিবিকে প্রয়োজনীয় সবরকম সহযোগিতা করবে টেক ওয়ান গ্লোবাল প্রাইভেট লি:। এ প্রসঙ্গে মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, “বিশ্বে দ্রুত বর্ধনশীল প্রযুক্তির খাতে কাজ করতে গেলে অনেকগুলো দিক সামনে চলে আসে আর এই ধারাবাহিকতায় আমরা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে সহযোগিতা করার পরিকল্পনা হাতে নিয়েছি। যেহেতু যেকোনো প্রতিষ্ঠানে কর্মরতদের প্রতিভা বিকাশে প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেক্ষেত্রে পেশাদারীত্ব বজায় রেখে কর্ম সম্পাদনের লক্ষ্যে আমরা কাজ করব। প্রযুক্তি খাতে বাংলাদেশ সরকার যে ভিশন নিয়ে কাজ করছে, এর সঙ্গে মিল রেখে মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেড, টেক ওয়ানের মতো দেশীয় প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিগত সহায়তা প্রদানের মাধ্যমে তা ত্বরান্বিত করতে সচেষ্ট।

ইমরান খান



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাইক্রোসফট এন্টারপ্রাইজের চুক্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ