Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ার বিশেষায়িত করোনা হাসপাতালে ঠাঁই নেই আর, বন্ধ রোগি ভর্তি

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ৫:০৯ পিএম

বগুড়ার বিশেষায়িত করোনা হাসপাতাল বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আর নতুন করে করেনা রোগী ভর্তি করা যাচ্ছেনা। ফলে বিপাকে পড়েছে করেনায় আক্রান্ত রোগী ও তাদের স্বজনরা। গত এক সপ্তাহে এই ধরনের কয়েকটি ঘটনার বিষযটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সমালোচিত হচ্ছে।
বিষয়টি জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার নুরুজ্জামান সঞ্চয় বলেন, এই হাসপাতালে করোনা রোগীর বেড রয়েছে ২৫০টি। বর্তমানে রোগি ভর্তি আছে ২৭৩ জন। এই কারনে সুষ্ঠু চিকিৎসেবার স্বার্থে নতুন করোনা রোগি আসলে তাদের স্বজনকে বলা হচ্ছে শজিমেক হাসপাতালে নিয়ে যেতে।
এই হাসপাতালে সিট খালি থাকলে করোনা রোগিকে ফিরিয়ে দেবার প্রশ্নই ওঠেনা।
এদিকে রোববার জেলা স্বাস্থ্য বিভাগের নিয়মিত ব্রিফিং এর তথ্যে দেখা যায় , বর্তমানে বগুড়ায় আক্রান্ত হয়ে ১,৭০৫ জন করেনা রোগিকে চিকিৎসা নিচ্ছেন।এদের কেউ মোহাম্মদ আলী হাসপাতাল , কেউ শজিমেক, কেউ টিএমএসএস বকিরা হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা নিচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ