Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নগরীর আমলাপাড়ায় হত্যা চেষ্টা মামলা গ্রেপ্তার আরো ১

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ৪:৪৭ পিএম

নারায়ণগঞ্জ নগরীর আমলাপাড়ায় মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় মাহতাব উদ্দিন জিকু (৩৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের করা মামলার আরেক আসামী সুমুন ওরফে হিজলা সুমন (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (৯ জুলাই) রাতে শহরের কালীরবাজার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে মামলার ৪নং আসামী। এরআগে র‌্যাব এই মামলায় আরও এক আসামকে গ্রেপ্তার করেছে।

রোববার (১১ জুলাই) সকালে র‌্যাব-১১ এর লে. কমান্ডার মাহমুদুল হাসান গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত সুমন ওরফে হিজলা সুমন মামলার অন্যান্য আসামীদের পরস্পপর যোগসাজসে গত ২৮ জুন রাতে মাহতাব উদ্দিন জিুককে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী কুপিয়ে জখম করে সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইলসহ জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়।এ ঘটনায় পরদিন আহত জিকু বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে।#

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ