Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফতুল্লায় বাড়িতে ঢুকে হামলা ভাংচুর লুটপাট, আহত ২

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ৪:৪৬ পিএম

ফতুল্লায় বাড়িতে ঢুকে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট ও দুই ভাইকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে র্দুবৃত্তরা। এ সময় হামলাকারীরা নগদ টাকা, স্বর্নালংকার, কম্পিউটার, মোবাইল ফোনসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ঘটনার তিনদিন পর রোববার (১১ জুলাই) ফতুল্লার ভুইঘরের ২৬০নং গিরিধারা আবসিক এলাকার হাজী মোঃ নুরুন নবীর পুত্র বাদী হয়ে ৮ জনে নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে জানা যায়,পূর্ব শত্রুতার জের ধরে চলতি মাসের ৮ তারিখ রাত নয়টার দিকে দেশীয় তৈরী ধারালো অস্ত্র- সস্ত্রে সজ্জিত হয়ে নাজমুল আলম, কাদির, মাসুদ ওরফে ছোট মাসুদ, রফিক, ফয়সাল, আতাউর রহমান, আনিছ কাইলা মাসুদ সহ অজ্ঞাতনামা ১০/১২ জন বাদীর বাড়ীর কলেপসেবল গেইটের তালা ভেঙ্গে বাড়ীর ভেতর প্রবেশ করে। এ সময় বাদীর সহদোর দুই ভাই মাহাবুব আলম লিটন (৪৪) ও মাহামুদুল হাসান (৩৮) হামলাকারীদের বাধা প্রদানের চেস্টা করলে তাদেরকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। হামলাকারীরা বাড়ীর ভেতর বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে এবং ঘরে থাকা নগদ ২ লাখ ৪৫ হাজার টাকা সাড়ে ৮ ভরির স্বর্নালংকার, দুটি টেলিভিশন, একটি কম্পিউটার, ৬টি মোবাইল ফোন সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক নুর মোহাম্মদ জানায়, লুন্ঠিত মালামাল উদ্ধার সহ অভিযুক্ত আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ