Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদ উপলক্ষে কলরবের এর বিশেষ আয়োজন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ৪:০৬ পিএম

মুসলিমদের অন্যতম উৎসব পবিত্র ঈদ-উল আযহা । ত্যাগ তিতিক্ষার বার্তা নিয়ে আসা ঈদ-উল-আযহা ঘিরে বিনোদন জগতের নানা রকম আয়োজন থাকে । এখন সিডি ভিসিডির যুগ নেই। তাই সবাই এখন অনলাইনমুখী । অনলাইনেই রিলিজ হচ্ছে ঈদ আয়োজনগুলো। ইসলামী সংগীত সংগঠন কলরবও পবিত্র ঈদ উপলক্ষে হলি টিউন চ্যানেলে রিলিজ করছে বেশ কিছু সংগীত । এর মধ্যে কলরবের জনপ্রিয় ও ব্যস্ত জুটি সাঈদ আহমাদ ও মুহাম্মদ বদরুজ্জামানের কন্ঠে রাগ করোনা ছোট্ট সোনা, জনপ্রিয় শিল্পী আবু রায়হানের কন্ঠে বিদায়ের বীণ, সাড়াজাগানো দুই শিল্পী মাহফুজুল আলম ও তাওহিদ জামিলের কন্ঠে স্বপ্ন আমার যত মনের মাঝে, হাসান মাহদীর কন্ঠে সায়্যিদুনা মুহাম্মদ, তাহসিনুল ইসলামের কন্ঠে ও কাবার মালিক, ইয়াসিন হায়দার, ওমর আব্দুল্লাহ, আবির হাসান, সালমান সাদী, ইমরানুল ফারহানসহ যৌথ কন্ঠে ঈদের সওগাত, শিশুশিল্পী রিফাত, শাওন ও সিফাতের যৌথ কন্ঠে কুরবানির চাদ উল্যেখযোগ্য । এ আয়োজন নিয়ে কলরবের প্রধান পরিচালক রশিদ আহমাদ ফেরদৌস বলেন, ঈদ উপলক্ষে নানারকম আয়োজন হয় দেশে । তবে ভিন্নরকম আয়োজন থাকে কলরব শিল্পীদের। সৃজনশীল আইডিয়া, উন্নতমানের ভিডিও ও মনোমুগ্ধকর সংগীত তৈরি করেন তারা। যা লক্ষ লক্ষ শ্রোতার পবিত্র বিনোদনের খোরাক হয় । আশাকরি এবারো শ্রোতারা মুগ্ধ হবেন ইনশাআল্লাহ। ঈদ আয়োজনের প্রস্তুতি বিষয়ে কলরবের যুগ্মনির্বাহী পরিচালক ও হলি টিউনের সিইও মুহাম্মদ বদরুজ্জামান বলেন, করোনা মহামারিতে দেশ বিপর্যস্ত, চলছে কঠোর লকডাউন। এর মাঝে আমরা সর্বাত্মক চেষ্টা করছি আয়োজনগুলোতে নতুনত্ব আনার, শ্রোতারা তা অনুধাবন করবেন ইনশাআল্লাহ। ঈদ আয়োজনের সংগীতগুলো কথা ও সুর করেছেন আহমদ আব্দুল্লাহ, কাওসার আহমাদ সোহাইল, মুহাম্মদ বদরুজ্জামান, আবু রায়হান, হোসাইন নুর, আল ফারহাদ, হাবিবুল্লাহ নুর ও সাইফুল্লাহ নুর। ভিডিও পরিচালনা করেছেন দেশের জনপ্রিয় ভিডিও নির্মাতা ফরহাদ আহমেদ, এইচ আল হাদী ও রাজু আহমেদ ।



 

Show all comments
  • Omair Mahmud ১১ জুলাই, ২০২১, ৭:২৬ পিএম says : 0
    কলরব আমার পছন্দের একটা সংগীত তৈরীর প্লাটফর্ম। সবশেষে, আমি কলরব কে পছন্দ করার ফলে এখন কলরবের ছাত্র থেকে নতুন সদস্য। ভালোবাসা অবিরাম।
    Total Reply(0) Reply
  • Md Sifatullah ১১ জুলাই, ২০২১, ৭:২৭ পিএম says : 0
    সবসময় কলরবের নতুন সংগীত এর অপেক্ষায় থাকি
    Total Reply(0) Reply
  • Jubayer Ahmed Talha ১২ জুলাই, ২০২১, ৯:৫০ এএম says : 0
    হলিটিউন এর মালিক জামান কিছু বলে নাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ