বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইতিহাস দীর্ঘ। দিন মাসে বছরে হারিয়েছে ২৮ বছর। কিন্তু নেই জয়। কেবল পরাজয়ের আফসোস। সেই ইতিহাস এখন অতীত। তার মাহেন্দ্রক্ষণ ঘটেছে ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্ট্যাডিয়ামে। খেলার খানিক সময় গড়াতে না গড়াতেই এক উল্লাস যার ডি মারিয়ার দুর্দান্ত গোলে বেড়ে উঠে। অর্ধাংশের খেলার বিরতিতে সড়কেও কিছুটা রেশ পড়ে। যার চূড়ান্ত উল্লাস হয় বিজয়ে। তবে বেদনাও কম যায় না ব্রাজিল সমর্থকদের। বৃষ্টির শব্দ উপেক্ষা করে সিলেটের ঘরে ঘরে ফুটবল উল্লাস ভাসছে বাতাসে। এ উল্লাসে তরুণপ্রাণ প্রিয় দল আর্জেন্টিনা কিংবা স্বাগতিক ব্রাজিলের সমর্থন। খানিক সময় গড়াতে না গড়াতেই এক উল্লাস যার ডি মারিয়ার দুর্দান্ত গোল। তাতেই উল্লাস বাড়ে৷ অর্ধাংশের খেলার বিরতিতে সড়কেও কিছুটা রেশ পড়ে। যার চূড়ান্ত উল্লাস হয় বিজয়ে। তবে বেদনাও কম যায় না ব্রাজিল সমর্থকদের। রেফারির শেষ বাঁশুর শব্দে সিলেটজুড়ে যেন এক সাথে উচ্চারিত হতে থাকে, ‘জিতিলোরে জিতিলো, আর্জেন্টিনা জিতিলো।’ এ শ্লোগান সিলেটকে যেন উৎসবের এক নগরে পরিণত করে। তবে ভক্তকূল এবার কিছুটা বিপত্তি হবে। লকডাউন সকলকেই বাধ্য করেছে বন্ধ ঘরে আবব্ধ হয়ে খেলা দেখতে। যা অতীতে খুব কম হয়। হয়নি বড় পর্দায় কিংবা খোলা মাঠে আয়োজন করে খেলা দেখা। তবে কঠোর লকডাউন ভেঙ্গেও কিছুটা সড়কে গড়ায়। নগরে অনেকটা বাধ্য হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভর থাকলেও গ্রামগঞ্জের মেঠোপথ কিংবা আঞ্চলিক সড়কে নামেন কিশোর দল-তরুণপ্রাণ। তবে আর্জেন্টিনার বিজয় উল্লাস যেমন আছে তেমনই ব্রাজিল সমর্থকদের বেদনাও কম যায় না। এদিকে সিলেটে ফুটবল উৎসবের আমেজ ছড়ায় শনিবার থেকে। বিকাল থেকেই উভয় দলের ভক্তদের মাঝে ছিলো ব্যাপক প্রস্তুতি। সেই প্রস্তুতির চুড়ান্ত প্রকাশ দেখে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা রোববার বাংলাদেশ সময় সকালে ১-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। আর্জেন্টিনার এই ঐতিহাসিক জয়ে সিলেটে দলটির সমর্থকরা বিজোয়াল্লাস করেছেন। বিভিন্ন স্থানে বিজয় মিছিলে খান খান হয়ে যায় সকালের স্নিগ্ধ নিরবতা। আর্জেন্টিনা সর্বশেষ ১৯৯৩ সালে বড় আসরে শিরোপা জিতেছিল। সেবারও তাদের হাতে ওঠেছিল কোপা আমেরিকা। এরপর দীর্ঘ বিরতি। কিংবদিন্ততুল্য লিওনেল মেসি দলকে একাধিকবার ফাইনালে নিয়ে গেছেন। কিন্তু শিরোপা ছুঁতে পারেননি। বছরের পর বছর শিরোপা জিততে না পারার বেদনায় হতাশার মধ্যে ছিলেন আর্জেন্টিনার ভক্ত-সমর্থকরা। এবার কোপা আমেরিকায় দলটি ফাইনালে ওঠায় তাদের সবার মধ্যে ছিল আবেগের জোয়ার। ছিল রুদ্ধশ্বাস অপেক্ষা। শিরোপা নিশ্চিত হওয়ার পর সিলেটজুড়ে বিজোয়াল্লাসে মেতে ওঠেন আর্জেন্টাইন ভক্ত-সমর্থকরা। সিলেটের বিভিন্ন স্থানে বের করা হয় বিজয় মিছিল। করোনাভাইরাসের মধ্যে লকডাউনের বিধি ভেঙে আনন্দে মেতে ওঠেন আর্জেন্টিনার সমর্থকরা। সিলেট নগরীর জিন্দাবাজার, পাঠানটুলা, জেলার বিশ্বনাথ, কানাইঘাটসহ বিভিন্ন স্থানে হয়েছে বিজয় মিছিল।
এসব মিছিলে আর্জেন্টিনাকে নিয়ে নানা স্লোগান দিতে দেখা যায় দলটির সমর্থকদের। এছাড়া মেসিকে ঘিরেও ছিল তাদের স্লোগান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।