Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার সদরের ঈদগাঁওতে বসছে কোরবানি পশুর হাট

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ১২:০১ পিএম

আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে আজ শনিবার থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ঈদগাঁওয়ের কোরবানি পশুর হাট। এ হাট শনি ও মঙ্গলবার ছাড়া কোরবানের আগের দিন পর্যন্ত চলমান থাকবে।

মহামারি সংক্রমণের ঝুঁকি থাকায় এ বছর নতুন রূপে বসানো হয়েছে এ পশুর হাটটি। ছিনতাই, পকেটমার ঠেকাতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। শৃঙ্খলা ও স্বাস্থ্য সরঞ্জাম বিতরণের দায়িত্বে থাকবে শতাধিক স্বেচ্ছাসেবক, জাল নোট শনাক্ত করণে বসানো হয়েছে মিশিন। হাটে আগত ক্রেতা - বিক্রেতা, দর্শনার্থীদের জন্য মাস্ক, স্যানিটাইজার, বিভিন্ন স্থানে
হাত ধোঁয়ার ব্যবস্থা করা হয়েছে বাধ্যতামুলক ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, প্রথম দিনে তেমন বড় গরু- মহিষ উঠেনি, মাঝারি ও ছোট সাইজের গরু এবং মহিষ উঠেছে অসংখ্য। তবে ক্রেতা বিক্রেতা ছিল চোখে পড়ার মতো। কয়েকজন খামারী ও স্থানীয় গৃহস্থ জানায়, এবারে বিদেশ থেকে পশু আমদানি না হলে ন্যায্য মূল্য পাবে তারা। এ আশায় পশু পালন করেছিলেন তাদের মত অনেকেই।

করোনা ভাইরাসের কারণে সবকিছু বন্ধ থাকায় নিদারুণ কষ্টে পড়ছে ঈদগাঁওসহ আশপাশের হাজার হাজার পশুর মালিক এবং শত শত খামারী। এ বারে বিক্রি করতে না পারলে তাদের পথে বসতে হবে বলে শঙ্কা প্রকাশ করেন তারা।

হাট আয়োজকদের মতে অন্যন্যা বছরের তুলনায় এ বারে ভিন্ন কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। হাটটি আরকান সড়ক থেকে সরিয়ে বসানো হয়েছে আর কে সি ব্রিক ফিল্ডের খোলা মাঠে। সামাজিক দূরত্ব বজায় রাখতে তিন ফুট অন্তর অন্তর বসানো হয়েছে খুঁটি। করোনা মহামারি সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্য বিধি না মানলে কাউকে পশুর হাটে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এজন্য নিয়োজিত রয়েছে স্বেচ্ছাসেবকরা। যারা মাস্ক ব্যবহার করে না তাদের দেওয়া হচ্ছে মাস্ক, স্প্রে করে এক গেইট থেকে প্রবেশ অন্য পথ দিয়ে বাহিরের ব্যবস্থাও করা হয়েছে।

ঈদগাঁও পশুর হাট ইজারাদার রমজানুল আলম জানান, সরকারি বিধিনিষেধ মেনে ভিন্ন আঙ্গিকে প্রশাসনের অনুমতি সাপেক্ষে স্বাস্থ্য বিধি মেনে হাটটি বসানো হয়েছে। দেশীয় খামারী ও পশুর মালিকদের কথা চিন্তা করে। করোনা সংক্রমণ রোধে ব্যবস্থাসহ নিরবিচ্ছিন্ন নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি জানান, সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কোরবানের আগের দিন পর্যন্ত জেলার অন্যান্য পশু হাটের হাসিলের চেয়ে কম দামে ক্রেতা বিক্রেতারা পশু ক্রয় বিক্রিয় করতে পারবেন এখানে।

ইজারাদার রমজানুল আলম বলেন, ঈদগাঁও বাজারের কোরবানির পশু হাটটি চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বড় হাট। জেলা সদর ছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ হাটে এসে কোরবানি পশু ক্রয় বিক্রি করে থাকেন লোকজন।

তিনি আরো বলেন, শনিবার বিকালে পশুর হাটে এসে স্বাস্থ্য বিধি যথাযথ মানতে দেখে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ