পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর কামরাঙ্গীরচরের আহসানবাগ এলাকায় অটোরিকশা চার্জ দেয়ার সময় বিস্ফোরণে দগ্ধ স্বামী ও স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারা হলেন- আব্দুল মতিন, তার স্ত্রী ইয়াসমিন আক্তার। গতকাল সকাল সাড়ে ৭টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল মতিন। এর আগে গত শুক্রবার রাত ৭টা ৫৫ মিনিটে তার স্ত্রী ইয়াসমিন আক্তার মারা যান।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, কামরাঙ্গীরচর থেকে বিস্ফোরণে দগ্ধ ৫ জন আমাদের এখানে এসেছেন। এদের মধ্যে মতিনের শরীরের ৯২ শতাংশ, ইয়াসমিনের ৯৫ শতাংশ, মেয়ে আয়েশার ৪৬ শতাংশ, মায়েশার ৪২ শতাংশ এবং ভাগ্নে রায়হানের ১৮ শতাংশ দগ্ধ হয়ে ভর্তি ছিলেন। গতকাল সকালে মতিন ও গত শুক্রবার রাতে তার স্ত্রী ইয়াসমিন মারা গেছেন। তাদের ২ মেয়ে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউতে) ভর্তি রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। আর রায়হানকে গত শুক্রবার চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। নিহত ইয়াসমিনের বড় ভাই মনজুর আহমেদ বলেন, আমার বোন, বোন জামাই ও ২ ভাগ্নি আমাদের বাসায় থাকত। বোন জামাই একটি অটোরিকশা চালাত। বোন ও বোন জামাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।