Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাবা-মায়ের পর চলে গেল মেয়েও

টোরিকশার ব্যাটারি বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২১, ১২:০২ এএম

রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণের ঘটনায় বাবা-মায়ের পর এবার মেয়ে আয়েশাও (৫) না ফেরার দেশে চলে গেছেন। গতকাল সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ১০ জুলাই বিস্ফোরণে অগ্নিদগ্ধ বাবা আব্দুল মতিন (৪০) ও মা ইয়াসমিন আক্তার ময়না (৩৫) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই নিয়ে মৃত্যুর সংখ্যা তিনজন।
উল্লেখ্য, গত ৯ জুলাই ভোরে সিলেটিবাজার কাজী গলির একটি দোতলা বাড়ির নিচতলায় ওই বিস্ফোরণ ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, কামরাঙ্গীরচরে আগুনের ঘটনায় বুধবার সকাল ৭টার দিকে আয়েশা নামে আরও একজন মারা যান। আয়েশার শরীরে ৪৬ শতাংশ দগ্ধ ছিল। এর আগে আয়েশার বাবা-মা মারা যান। এই নিয়ে মৃত্যুর সংখ্যা তিনজন হলো। মাইশা নামে আরও একজন চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক। তার শরীরে ৪২ শতাংশ দগ্ধ হয়েছে।



 

Show all comments
  • salman ১৫ জুলাই, ২০২১, ৬:৫১ এএম says : 0
    Inna lilla hi.......Rajeun. Allah sobai k Jannat er Mehoman kore Duniyar moto oi jaygai o akotre rekho......ameen
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টোরিকশার ব্যাটারি বিস্ফোরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ