Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিএমপি সদর দপ্তরের সামনে ১০ লাখ টাকা ছিনতাই

প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) সদরদপ্তরের একশ গজের মধ্যে প্রকাশ্যে দিনের আলোয় ১০ লাখ টাকা ছিনতাই হয়েছে। সোমবার দুপুরে লালদীঘির অদূরে রেলগেট রোডে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। তিন দুর্বৃত্ত ছুরি ধরে ১০ লাখ টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন ছিনতাইয়ের শিকার যুবক মো. সোহেল। তিনি নগরীর রেয়াজুদ্দিন বাজারের এন ইসলাম স্টোর নামে একটি কসমেটিক দোকানের কর্মচারী। ছিনতাইয়ের ঘটনাস্থল থেকে কোতয়ালি থানার দূরত্ব আনুমানিক আধা কিলোমিটার। ছিনতাইয়ের ঘটনাটি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার কথা জানিয়েছেন সোহেল। তবে কোতয়ালি থানার ওসি মো.জসিম উদ্দিন এ ধরনের কোন অভিযোগ পাননি বলে জানিয়েছেন। তিনি বলেন, আগে তারা আমাকে বলুক। তারপর ব্যবস্থা নেব। এ রিপোর্ট লেখার সময় সোহেল কোতোয়ালী থানায় অবস্থান করছিলেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। সোহেল জানান, দুপুর পৌনে ২টার দিকে নগরীর খাতুনগঞ্জের আইএফআইসি ব্যাংক থেকে ১০ লাখ টাকা তুলে সোহেল এবং আরেক কর্মচারী নূরউদ্দিন মিলন রিকশায় চড়ে রিয়াজউদ্দিন বাজারে দোকানে যাচ্ছিলেন। জেলগেটের সামনে রিকশা পৌঁছানোর পর পেছন থেকে আসা একটি সিএনজি অটোরিকশা তাদের গতিরোধ করে। অটোরিকশার ভেতরে চালকসহ চারজন বসা ছিল। তিনজন নেমে নূরউদ্দিনের গলায় ছোরা ধরে তার কাছ থেকে টাকার ব্যাগটি কেড়ে নেয়। এরপর সিএনজি অটোরিকশাটি দ্রুত লালদীঘির পাড় হয়ে সিএমপি কার্যালয়ের সামনে দিয়ে কোতয়ালি থানার দিকে চলে যায়। সোহেল বলেন, আমি অনেক চিৎকার করেছি। টেক্সির পেছনে দৌঁড়ে লালদিঘির মাঠের কোনা পর্যন্ত গেছি। কেউ আমাকে সাহায্য করেনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ