বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টঙ্গী সংবাদদাতা : গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার ধ্বংসস্তূপের ভেতর থেকে আরো ৩ শ্রমিকের কঙ্কাল উদ্ধার হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দুটি এবং দুপুর ১টার দিকে আরও একটি কঙ্কাল উদ্ধার করে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) সুমন দত্ত সত্যতা নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া কঙ্কালগুলো নারী না পুরুষের সেটা নিশ্চিত হওয়া যায়নি।
টাম্পাকো র্দুঘটনায় উদ্ধারকৃত ৩৯টি লাশর মধ্যে ২৯ জনের পরিচয় শনাক্ত হয়েছে। অজ্ঞাত হিসেবে মর্গে আছে ৯টি লাশ। এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
গত ১০ সেপ্টেম্বর শনিবার সকালে বিসিক শিল্প এলাকায় টাম্পাকো ফয়েলস কারখানায় গ্যাস সঞ্চালন লাইন বিস্ফোরণে আগুন ধরে গেলে চারটি ভবনের তিনটি ধ্বসে পড়ে।
ধ্বংসস্তূপ সরাতে ও উদ্ধার তৎপরতায় কাজ করছে সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেড ও ফায়ার সার্ভিস। ভারি যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বসে যাওয়া ভবনের ইট, রডসহ অন্যান্য সরঞ্জাম ড্রাম ট্রাক দিয়ে অন্যত্র সরানো হচ্ছে। ভবনের ভেতর থাকা রাসায়নিক বিস্ফোরণের আশঙ্কায় সতর্ক হয়ে কাজ করছেন তারা।
এদিকে ট্যাম্পাকো দুর্ঘটনায় নিহতদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে থাকা ৬ লাশ ও নিখোঁজদের শনাক্ত করতে বাংলাদেশ পুলিশের ঢাকাস্থ মালিবাগে সিআইডি ফরেনসিক ডিএনএ ল্যাবে নিখোঁদের স্বজনরা তাদের লালা ও রক্ত দিয়েছেন। এ ডিএনএ টেস্ট করতে অন্তত ৩ মাস সময় লাগবে বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।