Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভয়াবহতা বাড়ছেই

জেলা-উপজেলায় করোনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ১২:০১ এএম

করোনা ছোবলে আক্রান্ত সারাদেশ। প্রতিদিন বাড়ছে সংক্রমণ, শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা। ভয়াবহতার দিকে এগিয়ে আছে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, কুষ্টিয়াসহ অন্যান্য এলাকা।
চট্টগ্রাম ব্যুরো জানায় : চট্টগ্রামে আরো ৬০৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনায় আক্রান্ত তিন জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী ব্যুরো জানায় : রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৯২০ জনের।

খুলনা ব্যুরো জানায় : খুলনা বিভাগে করোনাভাইরাসের গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটি শনাক্ত হয়েছে ৭৭২ জনের শরীরে। খুলনার চারটি হাসপাতালে করোনা আক্রান্তে শুক্রবার রেকর্ড সংখ্যক মৃত্যুর পর শনিবার প্রাণহানী কমেছে।

বরিশাল ব্যুরো জানায় : গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চল দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ৭ জনের মৃত্যু হয়েছে। এসময়ে পিরোজপুরে ৫ জন ছাড়াও বরিশালে আরো দুজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় আগের দিনের ১ হাজার ৩৮১ জনের স্থলে মাত্র ৪৮৪ জনের নমুনা পরীক্ষায় ২৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে পটুয়াখালীতে কোন নমুনা পরীক্ষা হয়নি।
পিরোজপুরে ৫ জনের মৃত্যু ছাড়াও নতুন আক্রান্ত ৪০ জন। ঝালকাঠিতেও গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা ১৪। তবে কোন মৃত্যু সংবাদ ছিলনা। বরগুনাতেও গত ২৪ ঘন্টায় ৩১ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। সনাক্তের হার প্রায় ৫৫%। ভোলাতে গত ২৪ ঘন্টায় ৪২ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের পজিটিভ সনাক্ত হয়েছে। পটুয়াখালীতেও গত ২৪ ঘন্টায় নতুনকরে ১৪ জনের করোনা সনাক্তের মধ্যে দিয়ে মোট সংখ্যাটা ২ হাজার ৭৮৭’তে উন্নীত হল। এ জেলায় মারা গেছেন ৫৭ জন।

বগুড়া ব্যুরো জানায় : বগুড়ায় কিছুতেই থামছেনা মৃত্যু। কমছেনা করোনায় শনাক্তের হার ও সংখ্যা। তার প্রমান শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ফের করেনায় মারা গেল ৫ ও উপস্বর্গে আরও ৮ জন। ২৪ ঘণ্টায় জেলায় আরও ৩২৮টি নমুনা পরীক্ষায় ৯৭জনের করোনা শনাক্ত হয়েছে।
নোয়াখালী ব্যুরো জানায় : বেগমগঞ্জ ও কবিরহাট উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে ১৫৫ জন। নতুন করে আরও ১৬৪জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার জানান : কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ২২ জন মারা গেছেন। অন্যদিকে নতুন ২২০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা জানান : গত ২৪ ঘন্টায় ঈশ্বরদীতে ১৭৫ জন করোনা আক্রান্ত হয়েছে। বেসরকারিভাবে সংগ্রহকৃত ৯৩৯ জনের নমুনা পরীক্ষায় করোণা পজিটিভ এসেছে ১৪০জনের।

ঝিনাইদহ জেলা সংবাদদাতা জানান : ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। এছাড়া উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়। জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন ৬ জন।
খাগড়াছড়ি : গত ২৪ ঘণ্টায় কেউ নমুনা পরীক্ষা করাননি। কিন্তু আগের দিন শুক্রবার (৯জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত এক জন করোনায় এবং তিনজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। নমুনা পরীক্ষা করেছেন ১৮২জন, সনাক্ত হয়েছে ৬৩জনের শরীরে।

বামনা (বরগুনা) সংবাদদাতা জানান : বরগুনার বামনা উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩জন।
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান : গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ ও করোনা উপসর্গ নিয়ে ৩ জন জনের মৃত্যু হয়েছে। জেলায় ১১ হাজার ১২৮ নমুনা পরীক্ষায় ২ হাজার ১৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
স্টাফ রিপোর্টার, মাদারীপুর জানান : মাদারীপুরে গত ৪৮ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৪৩ জন। নতুন করে ১৬০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

নাটোর জেলা সংবাদদাতা জানান : গত ২৪ ঘন্টায় নাটোর সদর হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালেও নাটোরের ৪ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় জেলায় মোট মৃত্যু ৭ জন।
নীলফামারী সংবাদদাতা জানান : গত ২৪ ঘন্টায় নীলফামারীতে করোনায় আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ৫৭টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা পজেটিভ এসেছে।
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন মারা গেছেন।

শেরপুর জেলা সংবাদদাতা জানান : শেরপুরের নকলায় করোনায় আক্রান্ত হয়ে সফুন নেসা (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ পর্যন্ত নকলা উপজেলায় কোভিট-১৯ আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা জানান : ২৪ ঘন্টায় ২৬৪ জনের করোনা পরীক্ষা করে ১২১ জন করোনায় আক্রান্ত হয়েছে। তার মধ্যে সদরেই ৮৬ জন।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান : গত ২৪ ঘন্টায় শনিবার টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ