রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দিনাজপুরের হিলিতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে শাকিল হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত শাকিল উপজেলার ধরন্দা গ্রামের মৃত হুরু শেখের ছেলে। এ ঘটনায় তার বন্ধু ধরন্দা গ্রামের আব্দুর রহিমের ছেলে রাসেল হোসেন (২৩) কে আটক করেছে পুলিশ।
হাকিমপুর থানার এসআই রাকিবুল হাসান জানান, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় চণ্ডিপুর গ্রামের সোহেলের বাড়ির সামনে রাসেল তার বন্ধু শাকিলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শাকিলকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাতে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই পুলিশ রাসেলকে আটক করে। সে পুলিশ হেফাজতে রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।